কখন বুঝবেন আপনি.........
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪৬:০৩ বিকাল
আপনার জীবন ব্যবস্থা, তাহজীব-তমদ্দুন, কৃষ্টি-কালচার বিজাতীয় আগ্রাসনে ধ্বংসোন্মুখ দেখেও যখন আপনার শরীরের লোম শিউরে ওঠেনা। আপনার দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক অস্তিত্ব বিপন্ন দেখেও যখন আপনি সন্তুষ্ট। আপনার প্রতিবেশীর ছেলে/মেয়েকে গোল্লায় যেতে দেখেও না দেখার ভান করবেন যে আমার পরিবার ভাল আছে অসুবিধা কোথায়। যখন নারীদের স্বাধীনতা দেওয়ার নামে শাড়ির উপর ব্লাউজ পরিয়ে ব্যবসায়ী পণ্যের মত উল্টে পাল্টে দেখতে ভাল লাগে। আপনার পরিবারের ১৫ বছরের ছেলেটি যখন নামাজের কথা বললে সামনে থেকে জবাব না দিয়ে চলে যায়, আপনার স্ত্রীর জবাব বড় হলে সব ঠিক হয়ে যাবে। আপনার ১৬ বছরের মেয়েটি যখন হিজাব না পরেই বাইরে যায় তখনো আপনার মাথায় আসেনা যে সে বড় হয়ে গেছে, কারণ মা-বাবার কাছে ছেলে-মেয়েরা কখনো বড় হয়না। এতকিছু যখন হবে তখন বুঝবেন আপনি আসলেই উদারপন্থী, এবং মুক্তমনা।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন