রাখে আল্লাহ মারে কে ?
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪৫:০৩ বিকাল
কলাবন বস্তি থেকে ৭-৮ কিলোমিটার গহীন বন আর পাহাড়ী উচু-নিচু পিচ্ছিল ঝুকিপুর্ন দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় অপুর্ব জলপ্রপাত হামহামে। এ পথে বুনো জীবজন্তুর ভয় রয়েছে। এখানে চিকিৎসা ব্যবস্থা নিতান্তই অপ্রতুল। পথে কালো বড় কাঠবিড়ালী, নাম না জানা অসংখ্য পাখি বুনো ছাগলের ডাক আর বুনো শুওরের শব্দ শুনলাম। হঠাৎ গাইড থমকে দাড়াল। রাস্তায় আয়েশ করে শুয়ে আছে এক পাহাড়ী বিষধর সাপ ! আরেকটু অসাবধান হলেই আমরা পা দিয়ে মাড়িয়ে দিচ্ছিলাম। আর দেখতে হত না , এই ঝড়ের মাঝে পাহাড়ী রাস্তা দিয়ে কাউকে বইয়ে নিয়ে সাপের কামড়ের চিকিৎসা দিতে দিতেই সব শেষ হয়ে যেত। একথা ভাবতেই মহান আল্লাহপাকের বানী সুরা আল-ইমরানের খুব প্রিয় কিছু অংশ মনে পড়ল-
বল, "হে সার্বভৌম শক্তির মালিক
আল্লাহ্ ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান
কর, এবং যার নিকট থেকে ইচ্ছে কর
ক্ষমতা কেড়ে নাও।
যাকে ইচ্ছা তুমি সম্মানিত কর,
এবং যাকে ইচ্ছা তুমি অসম্মানিত কর।
সকল কল্যাণ তোমার হাতেই ।
নিশ্চয়ই তুমি সবার উপরে সর্বশক্তিমান।
তুমিই রাত্রিকে দিবসের মাঝে এবং দিবসকে রাত্রির মাঝে বিলিন কর ,
তুমি মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও এবং তুমি জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও।
তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবনোপকরণ (রিজিক) দান কর ।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালার শোকর আষায়ের সাথে সাথে নগদ কিছু অর্থ বা খানা সদকা করে দিবেন
আবু সাইফ ভাই এর পরামর্শটি অনুসরন করুন।
মন্তব্য করতে লগইন করুন