বাস্তবতা; তুমি স্বপ্নের পথে বাঁধা
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৬:৫২ সকাল
স্বপ্নে একদিন;
দেখি আমি গাছের ডালে, ফুড়ুৎ করে গেলাম উড়ে
পেলাম দেখা তাহার, একি দেখি, সেও তো হয়ে গেছে এক পাখি
বললাম “ থাকবে কি মোর সাথে, দুখে-সুখে
বলল “ আছে কি তব নীড়? পাখা গুজে মাথা গোজার”?
বললাম “ যাযাবর হয়ে তাইতো আজ হয়েছি বিহঙ্গ”
হও যদি সারি, আমি হব শুক তারি
উড়ব দুজন দেখব বিশ্ব ঘুরি ফিরি
বলল “ যাই বলনা মাথা গোজার ঠাই, সে আমার একটা চাইই চাই
বললাম ঃ ততদিনে- উড়াল দিবে তুমি, হয়ত আসব ফিরে
দেখব তোমায় ততদিনে অন্যজনের নীড়ে
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথাটা ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন