একলা পথিক

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০২:৪৮ সকাল

অজানার পথে সিন্দাবাদ আমি

কষ্ট দেবোনা কাউকে

আমার সংগী করে।

প্রতি পদে পদে বিপদ আমার

কেউ এসোনা আমার সাথে

ক্ষমা চাই দু'হাত ধরে।

এই আমার সাত সাগরের পাল তুলেছি

হাল ধরব একা

কেউ এসোনা আমার দ্বারে।

আমার এই সাত সাগরের ঘুর্নিঝড়ে

ভেবনা কেউ আপন করে

তুলতে তোমার সুখের ঘরে।

ভাংলে ভাঙুক আমার জীবননদী

তবু আসবেনা কেউ রুখতে তারে

এটাই চাওয়া তোমার দ্বারে।

সকল বাঁধায় হাল ধরবো

মরতে হলে মরব তবু

কষ্ট তোমায় দিচ্ছিনারে।

এসোনা! এসোনা!! তুমি ওগো

এ আমার শেষ সফরে,

কষ্ট ছাড়া কি আছে আর

সাত সাগরের ঘুর্নিঝড়ে।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267787
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
অসহায় মুসাফির লিখেছেন : খুব ভালো লাগলো।
267795
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
267830
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
ফেরারী মন লিখেছেন : এ আমার শেষ সফরে,
কষ্ট ছাড়া কি আছে আর
সাত সাগরের ঘুর্নিঝড়ে। Sad
267873
২৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File