জীবন!

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ০৪ নভেম্বর, ২০১৩, ০৮:৪৭:৫১ রাত

জীবন সেতো

সমুদ্র তীরে জমে থাকা

বালির একটি স্থুপ

সময় নামক ঢেউ

যাকে ক্ষত-বিক্ষত করে

একের পর এক, বিরামহীন।

প্রতি আঁছড়েই

কিছু বালি মিশে যায়

সময়ের স্রোতে

মহাসমুদ্রের অতল তলে

খুঁজে নেয় আবাসন।

এমনি করেই একটি ক্ষনে

শেষ বালিকণা টুকুও

হারিয়ে যাবে

সময়ের অতল স্রোতে

অন্তহীন সীমানায় হবে বিলীন!

বিষয়: সাহিত্য

১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File