তখন এবং এখন
লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ২৯ অক্টোবর, ২০১৩, ১১:২০:৫৫ রাত
একটা সময় ছিল যখন
ঘাসফড়িঙ দেখলেই মন নেচে ওঠত
মন চাইত তাকে সারাক্ষণ বেঁধে রাখি আমারই কাছে।
পিছু নিতাম তার
সোজা পথ ছেড়ে বাঁকা পথে
ধরতে যে তাকে হবেই!
কাছাকাছি যেতেই পেছন থেকে সঙ্গোপনে
বাড়িয়ে দিতাম হাত তার লেজপানে
যেমনি করে শিকারী ফাঁদ পাতে ঠিক তেমনি।
মাঝে মাঝে ধরতে পারতাম
আবার মাঝে মাঝে নিরাশ হতাম
ধরতে পারলে সে কি আনন্দ!
তাকে বেঁধে রাখতাম আমার পাশে
পালিয়ে যাতে না যায় দূরে কোথাও।
তাকে যে আমি ভালবাসি!
এখনও ঘাসফড়িং দেখি
মন নেচে ওঠে ঠিক আগের মতই!
তবে আজ আমার হাত তার পানে ছুটে যায়না
তাকে আর বাধতে চায়না।
কেন?
তার প্রতি সেই ভালবাসা কি তবে হারিয়ে গেছে?
না, হারায়নি।
এখন আমি বুঝতে শিখেছি
সে স্বাধীনভাবে উড়তে চায়
তাতেই তার সুখ।
তাকে যে বাঁধা যায়না!
তাই এখন আর তার পিছু ছুটিনা।
পাছে আবার হারিয়ে যায় দূরে বহুদূর!
বিষয়: সাহিত্য
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন