দেখেছি তোমায়

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ৩১ অক্টোবর, ২০১৩, ১০:২৭:০৬ রাত

দেখেছি তোমায় প্রভাতবেলায়

রবির কিরণছটায়

দেখেছি তোমায় ঘাসের ঢগায়

মুক্ত শিশিরকণায়।

দেখেছি তোমায় পল্লিবালার

আগোছালো চুলের খোপায়

দেখেছি তোমায় আকাশের বুকে

মেঘের অবাধ চলাফেরায়।

দেখেছি তোমায় ঝিলের জলে

ভেসে ওঠা ওই পদ্মপাতায়

দেখেছি তোমায় বয়ে চলা ওই

পাহাড়ি ঢলের চঞ্চলতায়।

দেখেছি তোমায় ক্লান্তদুপুরে

প্রকাণ্ড ওই বটের ছায়ায়

দেখেছি তোমায় নদী-সাগরের

মিলনমেলা, মোহনায়।

দেখেছি তোমায় অবুঝ শিশুর

অভিমানী চোখের তারায়

দেখেছি তোমায় আকাশের বুকে

প্রসারিত পাখির ডানায়।

দেখেছি তোমায় ভাবুকজনের

হাজার রকম কল্পনায়

দেখেছি তোমায় প্রজাপতির পাখায়

হলুদরঙের আলপনায়।

দেখেছি তোমায় স্বপ্নচারীর

নিত্যনতুন স্বপ্ন আঁকায়

দেখেছি তোমায় কবিমনের

ফেলেরাখা কাব্যখাতায়।

বিষয়: সাহিত্য

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File