নিয়ে যেও শব্দের যাদুঘরে

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ০৮ নভেম্বর, ২০১৩, ০৯:০১:০৭ রাত

অসুখ পালায় বিসুখ পালায়

বুলেটের মত ছুটে ছুটে

অসুস্থ আমাকে নিয়ে যেও

তোমার শব্দের যাদুঘরে৷

যেখানে শব্দগুলো

নায়াগ্রা প্রপাতের চেয়ে ক্ষ্রিপ্ত৷

যেখানে শব্দগুলো

উল্কার চেয়েও তীব্র৷

শব্দগুলো যেখানে বসন্তের ফুলেল হাওয়া৷

যেখানে শব্দগুলো আমাকে দেখায়

একটি পাতার ঝরে যাওয়া৷

সেই যাদুঘরে

আমাকে নিয়ে যেও

সেখানেই আমার সুস্থ হওয়া৷

শব্দগুলো আমাকে দেখায়

সমালোচনার কুটিল দৃষ্টিতে

স্থীর দাড়িয়ে থাকা,

দেখায় আখিঁ জলে

সারাক্ষণ ডুবে থাকা৷

নদীর বুকে ভাসতে থাকা৷

অসুস্থ হলে তুমি তাই আমাকে নিয়ে যেও

সেই শব্দের যাদুঘরে

সেখানেই আমার সুস্থ হওয়া!

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File