পাগলের কেরামতি!!!

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪১:১৯ সকাল

কোন এক সময় মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে একজন পাগল বাস করিত। একদিন পাগলটা কোন কাজে বগুড়া শহরে এসেছিল। সে মহাস্থান গড় মাজারে ফেরার জন্য বাসের অপেক্ষা করতেছিল। একটি বাস আসল পাগল তাতে উঠার চেষ্টা করল। কিন্তু পাগলের মাথায় নোংরা জট বাঁধা চুল গায়ে প্রচন্ড ময়লাযুক্ত দূর্গন্ধময় পোশাক। তাই বাসের লোকজন তাকে বাসে উঠতে দিল না!

বাস সামনে এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেল! ইঞ্জিন চালু হয় না! অনেক চেষ্টার পর ইঞ্জিন চালু হয়ে কিছু দূর গিয়ে আবার বন্ধ হয়ে গেল। আবার চালু হয়ে কিছু দূর গিয়ে বন্ধ হয়ে গেল! এভাবে দীর্ঘ সময় নিয়ে অনেক লেট করে বাস মহাস্থান গড়ে পৌছিল! সেখানে পৌছে লোকজন দেখে পাগল তাদের পূর্বেই সেখানে পৌছে বসে আছে!!!

(ইহা ছোট বেলায় শোনা মহাস্থান গড়ের পাগলের কাহিনী)

বিষয়: বিবিধ

১৩৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269460
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
বিন হারুন লিখেছেন : এসব শোনা কাহিনিগুলো আমাদের সর্বনাশ বয়ে আনছে. ময়লা দূর্গন্ধযুক্ত পোশাক পড়ার নাম ইসলাম নয়. গোসল না করা চুলে জট সৃষ্টি করার নামও ইসলাম নয়. সে যদি অত পাগল হত তাহলে মাজারে কোন বাসে করে যায় তা জানত না.
এখন আমাদের দেশে মাজার নিয়ে বেশির ভাগ গল্প আমার দাদা তার চাচার শালা থেকে শুনেছে এমনই. যে গল্পের কোন ভিত্তি থাকে না.
ধন্যবাদ আপনাকে.
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৮
213334
নেহায়েৎ লিখেছেন : ছোটবেলায় আমরা এসব উদ্ভট গল্পই বিশ্বাস করতাম। এখনে মনে পড়ে।
269468
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
ইমরান ভাই লিখেছেন : সিরাম মজার গল্প Big Grin Big Grin পাগলারে এই চেয়ারে বসায়া মহাস্থান গড় পাঠালে সিরাম হতো Big Grin Big Grin Unlucky Unlucky

২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৬
213343
নেহায়েৎ লিখেছেন : পাগল নিয়া আরো একটা গল্প আমার ছোটবেলায় শোনা আছে। আর একদিন দিমুনে ভাইজান।Happy
269469
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে হাইসা লই!!!!


যে লোক অন্য মানুষদের জন্য ক্ষতিকর ও বিরক্তিকর সে কিভাবে ভাল মানুষ হয়!!!
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৭
213344
নেহায়েৎ লিখেছেন : Big Grin গল্পটা কিরাম ভাইজান?
269483
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসলে এইসব পীরদের সব কাহিনীই লোক মূখে শোনা।
278463
২৬ অক্টোবর ২০১৪ রাত ১০:২৮
ধ্রুব নীল লিখেছেন : ঘটনা সত্য নাকি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File