পাগলের কেরামতি!!!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪১:১৯ সকাল
কোন এক সময় মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে একজন পাগল বাস করিত। একদিন পাগলটা কোন কাজে বগুড়া শহরে এসেছিল। সে মহাস্থান গড় মাজারে ফেরার জন্য বাসের অপেক্ষা করতেছিল। একটি বাস আসল পাগল তাতে উঠার চেষ্টা করল। কিন্তু পাগলের মাথায় নোংরা জট বাঁধা চুল গায়ে প্রচন্ড ময়লাযুক্ত দূর্গন্ধময় পোশাক। তাই বাসের লোকজন তাকে বাসে উঠতে দিল না!
বাস সামনে এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেল! ইঞ্জিন চালু হয় না! অনেক চেষ্টার পর ইঞ্জিন চালু হয়ে কিছু দূর গিয়ে আবার বন্ধ হয়ে গেল। আবার চালু হয়ে কিছু দূর গিয়ে বন্ধ হয়ে গেল! এভাবে দীর্ঘ সময় নিয়ে অনেক লেট করে বাস মহাস্থান গড়ে পৌছিল! সেখানে পৌছে লোকজন দেখে পাগল তাদের পূর্বেই সেখানে পৌছে বসে আছে!!!
(ইহা ছোট বেলায় শোনা মহাস্থান গড়ের পাগলের কাহিনী)
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন আমাদের দেশে মাজার নিয়ে বেশির ভাগ গল্প আমার দাদা তার চাচার শালা থেকে শুনেছে এমনই. যে গল্পের কোন ভিত্তি থাকে না.
ধন্যবাদ আপনাকে.
যে লোক অন্য মানুষদের জন্য ক্ষতিকর ও বিরক্তিকর সে কিভাবে ভাল মানুষ হয়!!!
মন্তব্য করতে লগইন করুন