রাসুলুল্লাহ সাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর রওযা মোবারক নিয়ে ষড়যন্ত্র (!)
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৯:০৪ দুপুর
সৌদী আরবের একজন একাডেমিশীয়ান তার ৬১ পৃষ্ঠার পরামর্শ পত্রে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি আসসাল্লাম এর রওযা মোবারক জান্নাতুল বাকির অজ্ঞাত স্থানে স্থানান্তরের পরামর্শ দিয়েছে। যুক্ত রাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ২রা সেপ্টেম্বর, ২০১৪ অনলাইন ভার্সনে এ রকমই সংবাদ দিয়েছে।
এই পরামর্শ পত্রটি এখন মসজিদে নববীতে সবার কাছে ছড়িয়ে দেয়া হয়েছে। পত্রিকাটিতে দাবী করা হয়, কট্টরপন্থি সৌদী ওলামাদের অনেকেই এই মাজারটিকে কেন্দ্র করে শিরকের প্রচলন বন্ধের আহবান জানিয়ে আসছিলেন। পরামর্শ পত্রটিতে বলা হয়, তার কবর জান্নাতুল বাকীতে সরিয়ে নিয়ে, কবরের স্থানকে মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে এই সমস্যার ইতি ঘটবে।
সারা বিশ্ব যখন ইরাক-সিরিয়া সমস্যা নিয়ে ব্যাস্ত তখনই এটা করার উপযুক্ত সময়। অবশ্য সৌদী রাজপরিবারের পক্ষ্য থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এখানে উল্লেখ্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের মৃত্যু যেখানে ( উম্মুল মুমেনীন হযরত আয়শা রাজি আল্লাহু আনহা এর কামরা) হয়েছিল, আর সকল নবী রসুল দের ব্যাপারে এটাই শরীয়তের রীতি।
জানিনা মুসল্মানেরা এখন নতুন কোন সংকটের দিকে ধাবিত হচ্ছে। হে আল্লাহ আমাদের সকল মুসলমানকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন এবং তাতে কায়েম রাখুন। আমীন।
বিষয়: বিবিধ
১৮৫১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this linkClick this link
সৌদি সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি একটি আন্তর্জাাতিক চক্রান্ত। আমরা বিষয়টি বুঝতে হবে।
মন্তব্য করতে লগইন করুন