প্রতিবেশীর অধিকার (একটি সুন্দর সত্য ঘটনা )
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০২ অক্টোবর, ২০১৩, ০৭:৩৩:১৫ সন্ধ্যা
এক রাত্রে এক ব্যক্তি আব্দুল্লাহ সাহেবের বাড়ীতে এল এবং জানাল, “ কাছেই আটটি শিশু সহ একটি পরিবার বাস করে যারা কয়েক দিন ধরে কিছু খায়নি,” আব্দুল্লাহ সাহেব কিছু খাবার নিয়ে তাদের কাছে গেলেন। উনি যখন পরিবারটির নিকটবর্তী হলেন, তখন বাচ্চাগুলোর চেহারা ক্ষুধার কারনে শুকনো ও বিবর্ণ হয়ে গেছে। তাদের চেহারা তীব্র ক্ষুধায় বেদনা ক্লিষ্ট ছিল, কিন্তু তাতে কোনো দুঃখ বোধ ছিলনা। উনি বাচ্চাগুলোর মায়ের কাছে কিছু চাল দিলেন। মহিলাটি চাল গুলো দুই ভাগ করলেন এবং এক ভাগ তার সাথে নিয়ে বাইরে বেড়িয়ে গেলেন। সে ফিরে আসার পর জনাব আব্দুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, “ আপনি কোথায় গিয়েছিলেন?” সে উত্তর দিলো, “আমাদের প্রতিবেশির কাছে, তারাও ক্ষুধার্ত আছে”। দরিদ্র মানুষেরা মহানুভব হয়, সে কারণে তিনি আশ্চর্য হননি। তিনি আশ্চর্য হয়েছেন, এটা দেখে যে, তার প্রতিবেশী খুব ক্ষুধার্ত অবস্থায় আছে তা সে জানত। সাধারণত মানুষ যখন ভোগান্তির মধ্যে থাকে, তখন সে নিজের অবস্থা নিয়ে এত ব্যাস্ত থাকে যে, অপরের দিকে লক্ষ্য রাখার কোনো অবকাশ থাকেনা ।
“ যে উদরপূর্ণ করে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রী যাপন করে সে আমার উম্মত নয়”। - সহীহ বোখারী
ইন্টারনেট থেকে সংগৃহীত (সত্য ঘটনা অবলম্বনে )
অনুবাদঃ মোতাহারুল ইসলাম
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন