ওরা কেন এমন........................

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৬ মে, ২০১৫, ০৮:১৯:১৯ রাত

সারা দিন ভার্সিটি আর মেসে বসে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেছি। আজ আছরের নামাযের পর ভাবলাম একটু ধানমন্ডি লেক হতে ঘুড়ে আসি। তাই দোকান হতে একটা কোল ডিংক্স কিনে লেকের দিকে হাটতে লাগলাম।ভাবলাম লেকে বসেই আরামে ডিংক্সটা শেষ করবো।

লেকের তাকওয়া মসজিদের পিছনে লেকের পাশে এসে বসলাম।দেখলাম একজন বৃদ্ধ মহিলা ছিপ দিয়ে মাছ ধরছে আর দুটো ৬-৮ বছরের মেয়ে লেকের পানিতে খেলা করছে।আমি কোল ডিংক্সের মুখ খুলে বেশ আরামেই খাচ্ছিলাম। ডিংক্সও প্রায় শেষের দিকে ঠিক তখন পুকুর হতে একটা মেয়ে উঠে এসে বললো, ভাইয়া দেন না ( হয় তো আগে আমাকে খেয়াল করে নি) আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম।আমি ভাবলাম ওকে একবার জিজ্ঞাসা করি তুমি আমার আঁটো খাবে? পরে আর করলাম না। কারন জানি ও তাও খেতে চাবে।

মাগরিবের নামায পড়ে আসার সময় ফুট-পাতের দোকান হতে সিঙ্গারা খাচ্ছিলাম।দেখলাম একজন বয়স্ক মহিলা কুজো হয়ে হেঁটে হেঁটে ভিক্ষা করছে।আমাদের কাছে কোন ভিক্ষা না পেয়ে হতাশ হয়ে সামনে হেঁটে যেতে লাগলো।

আমিও সিঙ্গারা শেষ করে বাসার পথ ধরলাম।কিছু দূর আসার পর হঠাৎ খেয়াল করলাম ঐ মহিলা এবার আর কুজো হয়ে হাঁটছে না।এবার বেশ স্বাভাবিক ভাবে হাঁটছেন।

দুটো ঘটনা দুরকম।কেউ জন্মের পরই শিখে হাত পেতে খাওয়া।আর কেউ সামর্থ থাকার পরও ছাড়ে না হাত পাতা।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322717
২৬ মে ২০১৫ রাত ০৯:১১
মিকি মাউস লিখেছেন : সমাজে এমন চিত্র অহরহ দেখা যায়
২৬ মে ২০১৫ রাত ০৯:২৮
263886
এ,এস,ওসমান লিখেছেন : ভাই শুধু সমাজকেই দেখলেন? একটু দেশের দিকে তাকান, যখন উন্নত রাষ্ট্রে কোন কিছু দেখি তখন আমাদের দেশ তাঁদের কাছে যেয়ে বলে ভাই কিছু সাহায্য করেন।আসলে আমাদের যে মেরুদণ্ড আছে সেটা আমরা বুঝিই না।
322726
২৬ মে ২০১৫ রাত ১০:১৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই। সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ। তবে কথনো কথনো উল্টোও হয়। প্রকৃত অসহায়দের সেবায় এগিয়ে আসা উচিৎ। ধন্যবাদ।
২৬ মে ২০১৫ রাত ১০:৩৮
263893
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ অসহায়দের পাশে আমরা না দাঁড়ালে তারা আসলেই সমস্যায় পড়বে।
আর সামর্থবানদের ভিক্ষা না দিয়ে কর্মের পরমার্শ দেওয়াই সঠিক কাজ।
322727
২৬ মে ২০১৫ রাত ১০:২১
মাটিরলাঠি লিখেছেন :

এরকমই একজন বয়স্ক লোককে হাতেনাতে ধরে, "চাচা আপনিতো কুঁজা নন?"
"বাবারে বাঁকা না হলে, কেউ ভিক্ষা দেয়না।"
উনার সরল উত্তর।
এরপর থেকে আর এটা নিয়ে ভাবি না, বরং মায়া লাগে। বয়স্ক ভিক্ষুকরা বেশীর ভাগই বাঁকা হয়েই ভিক্ষা করে থাকেন।


২৬ মে ২০১৫ রাত ১০:৩৪
263891
এ,এস,ওসমান লিখেছেন : কথা আমার ওটা না ভাই। কথা হল সামর্থ থাকতে কেন তারা ভিক্ষা করে।আজ যে মহিলাকে এ রকম কাজ করতে দেখেছি তার চেয়েও বয়স্ক মানুষকে বাসায় কাজ করতে দেখেছি।

আসলে ভিক্ষা অনেক মানুষের কাছে পেশা হয়ে গেছে।
322750
২৬ মে ২০১৫ রাত ১১:০৬
আওণ রাহ'বার লিখেছেন : আহারে ভাই সে মহিলা আপনার কাছ থেকে দুটাকা ভিক্ষা নিয়ে আর কিইবা করতো??
আর সে যে কোন সমস্যাগ্রস্ত বা নেহায়েৎ রোগী নয় সেটাতো আপনি নিশ্চিন্ত নন?
কি আর বলার আছে আসলে হঠাৎ সঠাৎ কিছু হয়ে যায় পড়ে একটা আফসোস আসে।
২৬ মে ২০১৫ রাত ১১:২১
263913
এ,এস,ওসমান লিখেছেন : আসসালামু আলাইকুম। কথাটা আপনি ভুল বলেন নি।
তবে নিচের ভিডিও টা দেখে মানুষকে আর বিশ্বাস হয় না

https://www.youtube.com/watch?v=ntHjQfvQi8k
322768
২৭ মে ২০১৫ রাত ১২:০৮
আফরা লিখেছেন : মানুষের কাছে হাত পাতা এর চেয়ে ছোট কাজ আর নেই । ধন্যবাদ ভাইয়া ।
২৭ মে ২০১৫ রাত ১২:৪২
263936
এ,এস,ওসমান লিখেছেন : কিন্তু কিছু মানুষের কাছে এটাই এখন পেশা।
আপনাকেও ধন্যবাদ আপু।
322779
২৭ মে ২০১৫ রাত ০১:৫৫
শেখের পোলা লিখেছেন : সঠিক তথ্য৷ কি আর করবেন? আমাদের অনেক গুনই আছে৷ কূঁজো বুড়ি যে আপনার সিঙ্গাড়া কেড়ে নেয়নি তাই তাকে ধন্যবাদ৷
২৭ মে ২০১৫ রাত ০৮:৩২
264119
এ,এস,ওসমান লিখেছেন : সত্যিই বলেছেন ভাই। যদি আমার সিঙ্গারা কেড়ে নিতো তাহলে তো আমি আজকের মত এতিম হয়ে যাইতাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
322796
২৭ মে ২০১৫ রাত ০২:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খুবই জটিল বিষয় মানুষ হয় হরেক রকম!!!
২৭ মে ২০১৫ রাত ০২:৫১
263975
এ,এস,ওসমান লিখেছেন : আপনি ঠিকই বলেছেন।
পড়ার জন্য ধন্যবাদ।
322896
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
লজিকাল ভাইছা লিখেছেন : বাস্তবতা, ভাবার আছে অনেক কিছুই !!
২৭ মে ২০১৫ রাত ০৮:৩৩
264120
এ,এস,ওসমান লিখেছেন : কিন্তু ভাবতে ভাবতে বাস্তবতাকেই ভুলে যায়।
দোয়া রাখবেন।
322900
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
আলোর কথা লিখেছেন : আমরা যে কোথায় বাস করছি আমরা নিজেরাও জানি না।কার যে সত্ত্যি প্র‍য়োজন আর কে যে আমাদের বোকা বানাচ্ছে বুঝব কি করে ????????










?





২৭ মে ২০১৫ রাত ০৮:৩৪
264121
এ,এস,ওসমান লিখেছেন : এটা বোঝার জন্য যদি কোন প্রযুক্তি থাকতো তাহলে কেমন হত বলুন তো Winking) Winking)
ধন্যবাদ কম্যান্ড করার জন্য।
১০
322917
২৭ মে ২০১৫ রাত ০৯:২৭
হতভাগা লিখেছেন : আপনার প্রয়োজনকে জিম্মি করে কাঁচাবাজার , মুদির দোকান ও শপিংমল ওয়ালারা জিনিস পত্রের দাম বাড়িয়ে রাখে । এপোলো , ইউনাইটেড , স্কয়ার ,ল্যাব এইড ওয়ালারা আপনার অসুস্থতাকে পুঁজি করে আপনার কাছ থেকে যত পারে হাতিয়ে নেয়।

সবাই প্রতারনা করে । ওরাও করে । কেউ মানুষের অসহায়ত্বকে কাজে লাগায় ।ওরা মানুষের আবেগ ও করুনাকে কাজে লাগায় ।
২৭ মে ২০১৫ রাত ১০:০৯
264174
এ,এস,ওসমান লিখেছেন : আর ওদের নাটক ধরা পড়ে গেলে অসহায়রা অসহায়ই থেকে যায়।
২৮ মে ২০১৫ সকাল ০৮:৪৭
264263
হতভাগা লিখেছেন : প্রতারনা দেখতে দেখতে তা এখন গা সওয়া হয়ে গেছে এবং নিয়মে পরিনত হয় গেছে।
১১
322926
২৭ মে ২০১৫ রাত ০৯:৪৮
ছালসাবিল লিখেছেন : আবিশ্বাস বাসা বেধেছে Worried সবখানে
২৭ মে ২০১৫ রাত ১০:১০
264175
এ,এস,ওসমান লিখেছেন : ভাল বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File