মহাজোটের উন্নয়ন দিবালোকের মতো সত্য
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মে, ২০১৫, ০৮:২৬:৪২ রাত
জননেত্রীর নেতৃত্বে এ মুহূর্তে বাংলাদেশের অগ্রগতি অসামান্য। রাজনীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের উন্নয়ন। এজন্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ ব্যাপক। মহাজোট সরকারের আমলে সমুদ্র সীমানা সংক্রান্ত মামলায় মিয়ানমার ও ভারতের কাছে জয়ী হওয়ায় বিশাল সমুদ্র অঞ্চল প্রাপ্তি; জোট সরকারের চেয়ে মহাজোট সরকারের আমলে অতিরিক্ত বিদ্যুত উত্পন্ন হওয়া, খিলগাঁও ফ্লাইওভার ও কুড়িল উড়াল সড়ক তৈরি হওয়া, সেনাবাহিনীর জন্য মেকানাইজ্ড ব্রিগেড ও ব্যাটালিয়ন গঠন করা, রেমিট্যান্স প্রবৃদ্ধি কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাওয়া সবই হয়েছে এই সরকারের সদিচ্ছায়। সরকারের সাফল্য, মহাজোটের উন্নয়ন দিবালোকের মতো সত্য। রাজনৈতিক গণতন্ত্রে সমালোচনা, তর্ক-বিতর্ক অনিবার্য। আর এসবই চর্চিত হচ্ছে তাঁর সরকারকে কেন্দ্র করে। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে বলেই সরকারের যেকোনো ত্রুটি-বিচ্যুতি সঙ্গে সঙ্গে জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার আমলাদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও তাদের দিক-নির্দেশনা দিচ্ছে। ইতোপূর্বে সরকারের সন্ত্রাস-বিরোধী অবস্থানের প্রশংসা করা হয়েছে সারা বিশ্বজুড়ে। বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হওয়ায় এদেশ সম্পর্কে বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশসমূহ ইতিবাচক ধারণা পোষণ করা শুরু করেছে। মানুষ বিএনপির শাসন দেখেছে। দলটির প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না বলেই তাকে আওয়ামী লীগের বিকল্প ভাবছে না। আর তারেক রহমানের কিছু ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং ইতিহাস বিকৃতির চেষ্টা সাধারণ মানুষের মধ্যে তো বটেই, এমনকি বিএনপির অভ্যন্তরেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারেক রহমানের খারাপ ভাবমূর্তিও এর একটি কারণ। কিছু নীতিতে দৃঢ় অবস্থান আওয়ামী লীগের জনসমর্থন বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আপনি খুব বেশী খারাপ বলেন নি। আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন না হলেও দেশের আওয়ামী লীগ পার্টিদের মানুষের উন্নয়ন হয়েছে।
আর সমুদ্রসীমার বিষয়ে আর কি বলবো। কেউ যদি নিজের প্যান্ট হারিয়ে জাঙ্গিয়া পড়ে খুশি থাকে সে বিষয়ে কথা না বলায় ভাল। ^^ ^^ ^^
মন্তব্য করতে লগইন করুন