সংকীর্ণ মনা নয় উদারতায় নিজের গাম্ভীর্য
লিখেছেন লিখেছেন বিশ্রী ২৬ মে, ২০১৫, ০৮:৪৭:৫২ রাত
হায়রে গাম্ভীর্য! নিজেকে না কি মনে হয়! আকাশের উজ্জল নক্ষত্র, অমবস্যার চাঁদ, আরো কত কি!
কিন্তু তোমার সব গাম্ভীর্য মাটির দেহের সাথে একীভূত হয়ে যাবে। এটা তোমার মনে রাখা দরকার ছিলো। কিন্তু কেন যে নিজেকে একজন ধর্মীয় দলের নেতা মনে করে এসব ভাবছো ! তা আমার চিন্তার বাইরে।
তুমি ধর্মীয় দলের নেতা হয়ে যদি অন্য দর্মকে অবজ্ঞা কর কিংবা ভিন্ন ধর্মের লোকদের হেয় কর। তবে তোমার বিন্দু মাত্র দাম নেই সমাজে।
তোমাকে নরকে যাওয়ার জন্য অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে তোমার এ ধারণা।
সকল রধম্যের লোকদের সাথে তুমি যদি সমান আচরণ করতে না পারো তবে কিসের ধর্মীয় নেতা তুমি? তোমার কোন মূল্য নেই শুধূ সমাজ নয় বিন্দু কণিকার কাছেও।
শুধু একটা কথা মনে রাখা দরকার যে সংকীর্ণ মনাদের স্থান এজগতে বেশিদিন টিকে থাকতে পারে না। আর উদার ব্যাক্তিদের সবাই শ্রদ্ধা করে, ভালো বাসে , পৃথিবী চিরকাল তাদের স্বরণ করে রাখবে।
আজকে কিছু ধর্মীয় দলের ছাত্র নেতাদের এধরণের ব্যাবহার দেখে সত্যি আমি অভিভূত! আমি আজ নির্বাক! জাতি আজ হতবাক!
বিষয়: রাজনীতি
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন