ঝড়ে গেলো বাগানের সেই গোলাপ

লিখেছেন লিখেছেন বিশ্রী ২৫ মে, ২০১৫, ১১:০৮:৪৩ রাত

অসম্ভব! আসলে পৃথিবীতে কোন কিছুই অসম্ভব নয়। তবুও এই কথাটির সাথে আমরা পরিচিত। মনে হয় এই শব্দটির সাথে আমাদের নাড়ীর কোন সম্পর্ক রয়েছ।

আমার বাগানের কিছু গোলাপ অস্বাভাবিক সুন্দর! সেগুলোর মধ্য থেকে কোন একটি কখনো ঝড়ে যাবে তা কখনো চিন্তা করতে পারিনি। আর পারবোই বা কেন?

আমিতো অনেক আশা নিয়ে বাগানটি তৈরী করেছিলাম। সেই বাগানে ফুটন্ত গোলাপের গন্ধ ছড়ায়ে শিকার করতে নামবো। অামার বাগান দেখে অনেকে আমাকে নিয়ে মন্তব্য করবে। আর সেটা হবে সবার থেকে উত্তম। সবাই এই খানে হতে সুগন্ধি ছড়াবে । এই সব ছিলো আমার প্রত্যাশা।

কিন্তু না! সব কিছু সব সময় থাকে না। এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যাবো। কেউ রবে না। রবে শুধু আমার বাগানের গোলাপের সুগন্ধি।

আজ ঝড়ে গেলো বাগানের একটি গোলাপ। তাকে সবাই মিস করবো। তাকে অন্তত কাছে থেকে দেখার সুযোগ হয়েছে।

আজ আমি হতবাক! আমি নির্বাক! তার ঝড়ে যাওয়ায়। সেই ফুলটি হলো শেখ আবুল কাশেম মিঠু। এক সময়ের চলচিত্র কাপানো নায়ক!

যেখানো হাজার হাজার টাকা কামিয়েছেন তিনি ।আবকার আরো কামাতে পারতেন।

কিন্তু না ! তিনি স্পর্শমনির ছোয়ায় ফিরে এসেছেন। পরম সৃষ্টিকর্তার নিকট আত্নসমর্পণ করেছেন। সকল অসামাজিকতাকে ছুড়ে ফেলে তিনি ঘরটিকে সাজিয়েছেন স্বর্গ।

সেই স্বর্গে তার বেশিদিন থাকা হলো না! তাকে পারি জমাতে হলো চির শান্তির শহরে। জানি না তিনি কেমন থাকবেন সেখানে। তবে এটুকু বলতে পারি যে আল্লাহর জন্য তিনি ণব্য আধুনিকতাকে ছুড়ে দিয়েছেন। সেই আল্লাহ তাকে নরকে রাখতে পারেন না।

তার সাথে আলাপ কালে তিনি বলেছিলেন, আমার ঘরে প্রতিটি সময় বিদেশি গান বাজতো ও দেয়ালে বিদেশি নায়িকাদের ছবি লাগানো ছিলো। কিন্তু আমি স্পর্শমনির ছোয়া পেয়ে ওসব কে ছুড়ে মেরেছি।

তিনি আরো বলেছিলেন, চলচিত্রে মেয়েদের হাত ধরে নাচা নাচির মতোও কাজ সত্যি খারাপ। আর জাগতিক মোহের কাছে আমি আজ জয়ী।

শুধু এতোটুকুই বলবো, যে স্পর্শমনির ছোয়ায় তিনি পেয়েছিলেন নব জীবন। সেই স্পর্শমনি এখনো আমাদের হাতের কাছে আছে। আমরাও তার ছোয়ায় ধন্য হতে পারি। পারি বাগানের সেই গোলাপ। যার সুগন্ধি ছড়াবে এ জগতে।

মৃতু্্যর সাধ সবাইকে যেহেতু গ্রহণ করতে হবে। আর বয়সের ফ্রেমে একে বাধা সম্ভব নয়। আমাকেও হয়তবা কখনো চলে যেতে হবে পরোপারে।

বিদায় বেলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি , হে আল্লাহ এ ধরণের লোকদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File