চিত্র নায়ক শেখ মিঠুনের ইসলাম কায়েম (!)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৫ মে, ২০১৫, ১১:০৭:১৫ রাত

চিত্রনায়ক মিঠুন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। জামায়াত-শিবিরের লোকরা তার সম্পর্কে ফেসবুক ও ব্লগ সাইটগুলোতে মন্তব্য করতে যেয়ে বলেছেন :

১. তিনি ইসলামী সংস্কৃতি নিয়ে দিন রাত কাজ করেছেন । সংস্কৃতির মাধ্যমে পুরো সমাজকে আমূলে পাল্টে দেয়ার স্বপ্ন দেখতেন ।

২. তার ছিল ইসলাম সম্পর্কে অগাদ পড়াশোনা । একই সাথে ইসলামী জ্ঞানকে মানুষের কাছে উপস্থাপন করার ক্ষমতা রাখতেন ।




৩. শেখ মিঠুন বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন । এক সময় তিনি জামায়াত-শিবিরের মতাদর্শ গ্রহণ করেন । তারপর জামায়াতের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠার কাজ করার জন্য দিন রাত চেষ্টা করেন ।

৪. তিনি নাকি ইসলাম সম্পর্কে অনেক পড়াশোনা করতেন ।

(আমার এসম্পর্কে ধারণা নেই । তার পড়াশোনা বা ইসলাম সম্পর্কিত গবেষণা সম্পর্কেও আমি তেমন জানি না । সুতরাং তার পড়াশোনা ও গবেষণা সম্পর্কে আমি কোন মন্তব্য করছি না । তার পরিচয় চিত্রনায়ক । এই পরিচয়ে আমি তাকে চিনি । )

চিত্র নায়ক শেখ মিঠুনের ইসলাম কায়েম (!) - এর কিছু নমুনা ভিডিও আকারে উপস্হাপন করা হলো :




https://www.youtube.com/watch?v=AnnhqcbrWY4

Actor: Mithun & Farzana Boby. Director: Tozammel Hoque Bokul.




https://www.youtube.com/watch?v=qsWHdsvYReU

Film: 'Kushoom Koli'

Performer: Mithun & Misty, Director: C B Zaman. Music: Amir Ali.




https://www.youtube.com/watch?v=QZhwR4ELiKo

Film: ''Shesh Porichoy.'' Story, Screenplay & Dialouge: Sheikh Mithun.




https://www.youtube.com/watch?v=hQk4on9OrKc

Jeh Jon BaloBashe Kheya Ghater Majhimedium x264

Film: Kheya Ghater Majhee. Actor: Babita, Alamgeer, Mithun. Artist: Sabina Yeasmin. Director: Abul Kalam Azad.




https://www.youtube.com/watch?v=Y_OmwpTv80w

Garial Bhai

Film: Garial Bhai. Actor: Mithun & Kabita. Director: Tozammel Hoque Bokul.




https://www.youtube.com/watch?v=BG9OOeDaEok

Tomay Dekhe Romantic

Film ``Nikah' Director: RAHMAN, Actor: Mithun and Suchorita. Music: Ahmed Imtiaz Bulbul. Singer: Andru Kishor




https://www.youtube.com/watch?v=EIOmMBv7_Cg

Shokhi Kaal Rate

Film ``Nikah' Director: RAHMAN, Actor: Mithun and Suchorita. Music: Ahmed Imtiaz Bulbul. Singer: Runa Laila.



আমি দু:ক্ষিত । আমাদের সবাইকে সত্যিকার ইসলাম কায়েম করতে হবে । ইসলাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী চলচিত্র-নাটক-সংগীত-শিল্প-সাহিত্য-চারুকলা চর্চা করা সোয়াবের কাজ । সুতরাং আমরা তার অসম্পূর্ণ কাজ করার জন্য সচেষ্ট হবো । কারণ তিনি নাকি ইসলাম কায়েম করতে চেয়েছিলেন । তিনি সিনেমার লোক হয়েও সিনেমার ক্ষেত্রে ইসলাম কায়েম করতে পারেননি । আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো, সিনেমার জগতে প্রবেশ করে সিনেমার জগতটাকে ইসলামের আলোকে গড়ে তোলা । অন্যথায় আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন । আল্লাহ বলবেন : হে মিঠুনের সমর্থকরা তোমরা প্রভাতুন্নেসা আর চৈতির অপবিত্রতা উপভোগ করেছো , কিন্তু তোমারা তাদের ইসলামের আলোয় আলোকিত করোনি এবং তাদের কর্মক্ষেত্র নাটক-সিনেমার জগতটাকে ইসলামের আলোয় আলোকিত করোনি । সুতরাং তোমারও একই পথের যাত্রী । তোমাদের স্হানও হবে প্রভাতুন্নেসা আর চৈতির । এই কথা বলেই আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন ।

আর আল্লাহ বলবেন তোমরা তো ইমাম খোমেনীর দেশের মতো করে সিনেমা বানাতে পারতে । তা না করে তোমরা ফেসবুক ও ব্লগ সাইটে প্রভাতুন্নেসা আর চৈতির ভিডিওগুলো উপভোগ করেছে আর লোকদেরও সরবরাহ করেছিলে । সুতরাং তোমরা এখন জাহান্নামের আগুন উপভোগ করো ।

আবুল কাশেম মিঠুন ইসলাম কায়েম করতে চেয়েছিলো । কিন্তু ইসলাম কায়েম কি আর কীভাবে করতে হয় - তাও তোমরা তাকে শিখাওনি । তাকে তোমরা সুস্হ করে তুলোনি । সুতরাং তোমাদের সবার আমলনামায় গুনাহ লেখা হয়েছে । এজন্য তোমাদের জাহান্নামে নিক্ষেপ করা হলো ।


আমার এই কথাগুলো ভাল না লাগলে আমাকে গালি দিন । পারলে আমাকে হত্যা করুন । কারণ আমি মুর্তাদ । আমি মুশরিক । আমি নাস্তিক । ( জামায়াত-শিবিরের যারা গঠণমূলক সমালোচনা করে ও তাদের বাজে নেতা-কর্মীদের খারাপ কাজ তুলে ধরে লোকদের যারা সচেতন করে তাদের জামায়াত-শিবির-আহলে হাদিস-হেফাজতে ইসলামের লোকরা মুর্তাদ-মুশরিক-নাস্তিক বলে উপাধি দেয় ও তাদের হত্যা করে থাকে । )



আমরা তার ভাল কাজগুলোর সোয়াব আল্লাহ যেনো বহু গুণ বৃদ্ধি করে তাকে জান্নাতবাসি করেন - সেই জন্য দুয়া করবো ।

বিষয়: বিবিধ

১৮৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322541
২৬ মে ২০১৫ রাত ০১:৫২
দুষ্টু পোলা লিখেছেন : জামাতে ইসলাম কায়েম
০১ জুন ২০১৫ রাত ১০:২৫
265487
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : দু:ক্ষিতি । আমি আপনার মন্তব্যটা বুঝতে পারি নাই ।

আমি মনে করি, তিনি অন্তত ১০ টা ইসলাম নির্ভর বা ইসলামের নীতি-নৈতিকতা নির্ভর সিনেমা বানালে সমাজের বড় উপকার হতো । আর আমার লেখাটাও অন্য রকম হতো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File