আমার আপন কিছু মুখ...............

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২৬ মে, ২০১৫, ০৩:৪৪:০১ রাত

যদি আপন মানুষগুলো আমাদের জীবনে না থাকতো তাহলে মনে হয় আমরা জীবনের কোন মূল্যই বোঝতাম না। সবাই সবার কাছে কখনও আপন হয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সবার কাছেই আপন হয়।

এস,এ,সির পর যখন বাড়ি ছেড়ে মেসে চলে আসলাম তখন আম্মুর ঐ ভারাক্রান্ত মুখটা এখনও মনে পড়ে।সেদিন আম্মু মুখে কিছু না বললেও আম্মুর কথায় বোঝা যাচ্ছিল,তিনি কত কষ্ট পাচ্ছেন।এর পর যখন ছুটিতে বাড়িতে কিছুদিন কাটিয়ে যখন মেসে আবার ফিরতে চায়তাম তখন আম্মু আমার জন্য সবসময় খাবার বেধে দিত। যদিও আমি কখনই এটা পছন্দ করতাম না বাড়ি হতে খাবার টেনে নিয়ে যেয়ে মেসে খাওয়া,তারপর মেসে আমার ঐ দিন অটোমেটিক মিল চলার কথা। তাই আম্মুকে সবসময় খাবার বেধে দিতে না করতাম।কিন্তু আম্মু কিছুটা জোর করেই দিয়ে দিত। পরে মেসে এসে দেখতাম মেসের ম্যানেজার আমার জন্য মিল চালায় নি।

ছোট বেলা হতেই আমার হাতে চর্মরোগের সমস্যা। এজন্য আব্বু অনেক ডাক্তার আমাকে দেখিয়েছেন। কিন্তু ফলাফল শূন্য।আবার কিছু কিছু ডাক্তার বলেই দিয়েছে এ রোগ কখনও সারবে না।আজ এই ২১-২২ বছর এ রোগটাকে সাথে রাখতে রাখতে এ রোগটাই আমার বন্ধু হয়ে গেছে।যে কারণে এ রোগ বিষয়ে আর ডাক্তার দেখাতে আমারও ভাল লাগে না।কিন্তু আব্বু এখনও অস্থির। আব্বুকে যতই বলি,ডাক্তার বলেছে এ রোগ সারানো সম্ভব না আব্বু তখনই বলে কোন ডাক্তার বলেছে? রোগ দিয়েছেন আল্লাহ আর রোগ সারানোর ঔষধ দেন নি!!! আল্লাহ সব রোগের ঔষধ দিয়েছেন।ঐ ডাক্তার কি জানে।

ছোট বেলা হতেই ভাইয়া লেখা পড়াই কাচা ছিল। মাঝে এস,এ,সি তে ফেল করে আব্বু আম্মু ওর প্রতি অনেকটাই হতাশ হয়। আর আমার ক্লাসের রেজাল্ট দেখে ওকে পড়াশুনা করতে বলতো। যেদিন আমার এস,এ,সির রেজাল্ট দিল সেদিন আমার এ+ এর খবর শুনে সবচেয়ে বেশি খুশী হয়েছিল আমার ভাই।ও সব আত্মীয়-স্বজনকে ফোন করে বলছিল আমি এ+ পেয়েছি।আবার রাতের বেলা আমি যখন জানতে পারলাম আমি গোল্ডেন পাই নি তখন আমি অনেক কষ্ট পাই। তখন ওই আমাকে বলে, তুই মন খারাপ করসিস কেন? কত ভাল ভাল স্টুডেন প্লাসই পায় নি আর তুই তো প্লাস পেয়েসিস।

বড় দুবোনের কথা আর কি বলবো। অনেক আবেগী ওরা।যেদিন আমি ডাব কাটতে গিয়ে আমি আমার বাম হাতের বুড়ো আজ্ঞুলের একটা অংশ কেটে ফেলেছিলাম তখন ঐ কাটা অংশ দেখেই ছোট আপু হুর হুর করে কেঁদে দিয়েছিল।এর পর সারারাত আম্মু আর ছোট আপুই মাথায় পানি ঢেলে আমার ঘুমানোর ব্যবস্থা করেছিল।পরে জেনেছিল ঐ রাতে আম্মু বা ছোট আপু কেউই ঘুমিয়ে ছিল না।

আর বড় আপুর বিয়ে হয়ে ছিল মাত্র কিছু দিন আগে। যখন ও জানতে পারে আমার কথা তখন ও ছোট আপুর মত করেই নাকি কেঁদে দিয়েছিল।

আসলে ফ্যামিলির মানুষের মত আপন কোন মানুষ হয় না। আমরা অনেক সময় ফ্যামিলির মানুষের উপর রাগ করি বা ভুল বুঝি। কিন্তু যদি আমরা তাদেরকে নিয়ে আমাদের কষ্টের সময়ে তাঁদের অবদানের কথা যদি চিন্তা করি তাহলে সমস্ত রাগ নিমেষেই শেষ হয়ে যায়।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322574
২৬ মে ২০১৫ সকাল ০৭:৩১
ফাতিমা মারিয়াম লিখেছেন : এটাই পরিবারের বন্ধন। সুখ ও দুঃখে সবাইকে কাছে পাওয়া যে কী আনন্দের তা বলে বোঝানো যায় না! হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট নিয়েই আমাদের জীবন কাটে।
২৬ মে ২০১৫ দুপুর ০১:২০
263761
এ,এস,ওসমান লিখেছেন : হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন। হাসি-আনন্দ,দুঃখ-কষ্ট নিয়েই আমাদের জীবন।

আপনাকে ধন্যবাদ।
322580
২৬ মে ২০১৫ সকাল ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : আমি আশা করব সারাজীবন আপনাদের এ স্নেহ শ্রদ্ধা ভালবাসা অটুট থাকুক৷ধন্যবাদ৷
২৬ মে ২০১৫ দুপুর ০১:২১
263762
এ,এস,ওসমান লিখেছেন : দোয়া করবেন ভাই এ ভালবাসার মর্ধ্যে যেন ঘাটতি কখনও না হয়।
ধন্যবাদ আপনাকে।
322586
২৬ মে ২০১৫ সকাল ০৮:৫২
হতভাগা লিখেছেন : বিয়ে করেছেন ? মনে হয় না , কারণ এখানে আপনার নিজস্ব ব্লাড তথা রক্ত সম্পর্কীয় আপন জনের কথাই বলেছেন। আত্মার আত্মীয়(!) টাইটেলধারী সেই মুখের কোন কথা বলেননি।

বিয়ে করেন , মজা চাখবেন প্রতিদিন । ভাই বোন তো কিছুই না , বাবা মাকে নিজে হাতে ধরে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হবেন ।
২৬ মে ২০১৫ দুপুর ১২:০৮
263745
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বেচারা অবিবাহিত যদি হয় তাইলে হেতারে এইভাবে ভয় দেখিয়ে খামোকা গ্যাঞ্জাম লাগানোর দরকার কি? হাজার হোক দাম্পত্য জীবনের সুখ বলতে তো কিছু আছেই। আর সব নারী জাতিগোরে আমাগো খাসিনা-খেলাদা'র সাথে তুলনা করলে কি চলে?
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৩
263763
এ,এস,ওসমান লিখেছেন : দোয়া করবেন ভাই সে রকম মেয়ে যেন আমার কপালে যেন না জুটে।
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৯
263769
এ,এস,ওসমান লিখেছেন : ভাল বলেছেন @ গ্যাঞ্জাম খানের খোলা চিঠি Applause Applause

তবে আমি ভয় পাই নি। আসলে ভবিষ্যতের যে কোন সমস্যার সমাধানের জন্য আগে হতেই প্রস্তুত থাকা ভাল।

আর নেকদার স্ত্রীই এ সমস্যার সবচেয়ে ভাল সমাধান।
322592
২৬ মে ২০১৫ সকাল ০৯:২৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৪
263764
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
322593
২৬ মে ২০১৫ সকাল ০৯:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৪
263765
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
322601
২৬ মে ২০১৫ সকাল ১০:২৭
মিকি মাউস লিখেছেন : ওহ মেস লাইফ, ভালো লাগলো ধন্যবাদ।
২৬ মে ২০১৫ দুপুর ০১:২৫
263767
এ,এস,ওসমান লিখেছেন : সত্যিই মেস লাইফ অনেক মজাদার।যদিও এখনও আমার জীবনে মেসের লাইফ শেষ হয় নি।
322618
২৬ মে ২০১৫ দুপুর ০১:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক সময় স্ত্রী আর মায়ের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে সুন্দর পারিবারিক পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে তো পরিবারের মধ্যে দ্বন্ধ কলহ সৃষ্টি করার জন্য ভারতীয় চ্যানেলগুলো আদাজল খেয়ে নেমেছে। আমাদের অধিকাংশ মা-বোন ঐসব চ্যানেল নিয়েই পড়ে থাকছেন এবং পরবর্তীতে যা ঘটার তাই ঘটছে। সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।
২৬ মে ২০১৫ দুপুর ০২:০২
263774
এ,এস,ওসমান লিখেছেন : সত্যিই ভারতীয় চ্যানেল নিয়ে আমি অনেক চিন্তিত। এ নিয়ে আমার মা-বনের সাথে আমার অনেক গ্যাঞ্জাম লেগেছে।
শেষ পর্যন্ত আমি এ চিন্তা করেছি যে, আমার বিয়েতে দুটি শর্ত ওয়ালা মেয়েকে বিয়ে করবো
১। নেকদার মেয়ে হতে হবে।
২।ভারতের চ্যানেলের বিরোধী হতে হবে।

যদিও আমার বিয়ে এখনও অনেক দেরি। Winking
কেবলে তো ভার্সিটিতে Rolling on the Floor Rolling on the Floor
322631
২৬ মে ২০১৫ দুপুর ০২:৫১
আফরা লিখেছেন : পানির মাঝে দাগ কাটলে কিছুক্ষণ পরই তা মিলিয়ে যায় । আপনি যাদের কথা বলেছেন এদের সাথে মন - মানিল্য হলে ও সেটা বেশী ক্ষনস্থায়ী নয় ।

যে কোন আপদ-বিপদে এরাই সবার আগে আসবে ।

অনেক ভাল লেগেছে ভাইয়া ধন্যবাদ ।
২৬ মে ২০১৫ বিকাল ০৫:০৫
263810
এ,এস,ওসমান লিখেছেন : আপনি ভাল বলেছেন আপু। কিছু দিন আগে বড় ভাই এর সাথে বড় আপুর অনেক গন্ডোগোল হয়। পরে ভাইয়া বলে ওর সাথে আর কথাই বলবো না। কিন্তু পরে ভাইয়ার কোন বিপদে বড় আপুই সবার প্রথমে এগিয়ে আসে। আবার বড় আপুর যে কোন বিপদে ভাইয়াই সবার আগে এগিয়ে আসে।
322643
২৬ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আত্মীয়তার বন্ধনের সুন্দর বর্ণনা দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর
২৬ মে ২০১৫ বিকাল ০৫:১৪
263813
এ,এস,ওসমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন?

আপনি মনে হয় আমার ব্লগে আজই প্রথম। আপনাকে আমার ব্লগে স্বাগতম।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
263835
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কয়েকদিন যাবৎ একটু ব্যস্ত আছি। মাঝে মাঝে শুধু শিরোনামগুলো দেখে যাইঃ। দোয়া চাই।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
263864
এ,এস,ওসমান লিখেছেন : ভাই দোয়া রাখবেন এবং দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File