দেখতে দেখতে দেখা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ মে, ২০১৫, ০২:৪৮:৫৯ রাত

দেখতে দেখতে দেখা

হয়না তো শেষ

এত দেখার পরেও

থেকে যায় রেশ।

'

প্রতিদিন কতকিছু

দেখো পথে ঘাটে

ডানে বাঁয়ে সবদিকে

কতজন হাঁটে ।

'

কেউ হাঁটে হাটু বেঁকে,

ভেংছি কাটে

চোখ তুলে কেউ দেখে

পিছনে হাঁটে।

'

কত আছে চোখ মেলে

খুঁজে কত ধান্ধা

তৃপ্তিতে ভাবে তারা

খোদার নেক বান্ধা।

'

কেউ খুঁজে স্বর্গ,

ঘুরে পেট ফুলিয়ে

ধান্ধার পথে হাঁটে

সবকিছু ভুলিয়ে।

'

যদি দেখো চোখ দিয়ে

সাথে নিয়ে মন

এমন দেখায় পাবে

অজানা কত ধন।

বিষয়: বিবিধ

৮৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322561
২৬ মে ২০১৫ রাত ০৩:৪৫
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
322635
২৬ মে ২০১৫ দুপুর ০৩:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File