যে সূর্য আজও উদয় হয় নি...

লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ২২ মে, ২০১৫, ০৯:২৫:০৮ রাত

ছোট বেলা হতেই গল্পের বই এর প্রতি আমার একটা আলাদা আকর্ষন ছিল। আর শফীউদ্দীন সরদারের বই হলে তো কোন কথায় নায়। যায় হোক শফীউদ্দীন স্যারের বেশ কিছু বই পড়েছি। বখতিয়ারের তলোয়ার, গোড় থেকে সোনারগাঁ,বার পাইকার দূর্গ, বিদ্রোহী জাতক, দাবানল, সূর্যাস্ত যার মর্ধ্যে উল্লেখযোগ্য।

তার লেখা উপন্যাসে তিনি তুলে ধরেছেন ভারতবর্ষের মুসলমানদের বীর গাঁতা কাহিনী আর হিন্দুদের নজরবিহীন বৈঈমানী।

সূর্যাস্ত উপন্যাসটি ঠিক তেমনি একটা উপন্যাস। উপন্যাসটি ১৭৫৭ সালের পলাশী প্রান্তরে স্বাধীনতা নামক শব্দটি ঢুবে যাওয়াকে নিয়ে লেখা।



সোহেল বেনে এই উপন্যাসের নায়ক। যিনি পেশায় ফেরিওয়ালা হলেও কর্মে বিনাপয়সার গোয়েন্দা।

তার বাবা ১৭৪০ সনে গিরিয়ার ময়দানে নবাব সরফরাজ খানের হয়ে সুবেদার আলিবর্দীর বিরুদ্ধে লড়াই এ নামেন।জগৎ শেঠ ফতেচাদ আর রায় রায়ান আলম চাদের নজরবিহীন বেইমানীর কারনে জয়লাভ করেও নবাব সুজাউদ্দীনের পুত্র নবাব সরফরাজ খান গিরিয়ার ময়দানে পরাজিত এবং নিহত হন। পরে নতুন নবাবের রোষানলে পড়ার ভয়ে পালিয়ে যান পূর্ববঙ্গের প্রত্যন্ত এলাকায়।

৮-১০ বছর যখন আবার মুর্শিদাবাদে আসেন তখন জানতে পারেন,নতুন নবাবকে যারা সিংহাসনে বসিয়েছে সেই তারাই মেতে উঠেছেন নবাবকে সিংহাসন হতে নামানো জন্য। তারা সিংহাসনে বসাতে চায় কোন ননীর পুতুলকে,যে দেশে নামে মুসলমান আর কাজে হিন্দুদের শাসন চালাবে।

সোহেল বেনে সকল ঘটনা জানতে পেরে বন্ধু আব্দুল রশিদের অনুরোধে আর মুসলিম শাসন ব্যবস্থা বজায় রাখার জন্য অতীতকে ভুলে নিজ উদ্বেগে দ্বায়িত্ব নেন স্বেচ্ছাসেবিক গোয়েন্দার।

এরপর সোহেল বেনের অক্লান্ত পরিশ্রম সাথে তন্দ্রাবাঈ এর সহযোগিতা আর পলাশীর প্রান্তে মীরমর্দান ও মোহনলালের সাথে ঈমানদারী সৈনিকদের বীরত্ব; মীরজাফর-রায়দুর্লভ ও জগৎ শেঠের নজরবিহীন বৈঈমানীর কারনে পশ্চিমের আকাশে অস্ত যায় স্বাধীনতা নামক সূর্যটি। যে সূর্য এখনও উদয় হয় নি।কবে যে উদয় হবে তাও বলে যায় নি।

"বই টিতে নবাব আলিবর্দী খান ও শাহজাদা সিরাজউদ্দৌলাহের কথকপনের একটা অংশ,

নবাবঃ মারাঠাদের মূল শক্তি ঐ মীরহাবিব,তাতো তুমি জানোই। মারাঠাদের ডেকে নিয়ে এসে এমন মরিয়া হয়ে আমাদের পেছনে তার লেগে থাকার কারণটারও জানো।একটা অতীত আক্রোশ চরিতার্থ করার হুজুগে ঐ মীরহাবিব টা যে বাংলা মুলুকের কি ক্ষতিটা করলো,তা পরিমাপ করার উপায় নেই।

শাহজাদাঃ জ্বি - জ্বি।

নবাবঃ মারাঠা তোমার স্বজাতি নয়,মারাঠা মুলুক তোমার স্বমুলুক নয়,মারাঠাদের জয় তোমার নিজের গৌরব বা ফায়দা হাসিলের বিষয় নয়,অথচ তুমি একজন মুসলমান আর যে বাংলার সমৃদ্ধির জন্য একদিন তুমি এত করলে,সেই বাংলারই এতবড় সর্বনাশটা করলে তুমি?জিদ যে মানুষের হিতাহিত জ্ঞান লোপ করে,ঐ মীর হাবিবই তার জ্বলন্ত প্রমাণ।

শাহজাদাঃ জ্বি,এটা দিন বরাবর সত্য।

নবাবঃ তার পুরষ্কার সে পেয়েছে।ঐ মারাঠাদের হাতেই,অর্থাৎ রঘুজী ভোসলের পুত্র জানোজীর হাতেই করুণভাবে তাকে জান দিতে হয়েছে।

শাহজাদাঃ তা তো হবেই নানাজান!উন্মাদের পরিণতি এই রকমই হয়।"

বিষয়: Contest_priyo

১৪৭৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321896
২২ মে ২০১৫ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি অদ্ভুত যোগাযোগ ভাই!
গতরাতেই আমি উপন্যাসটা আবার পড়লাম।'বিপন্ন প্রহর' এবং 'সুর্যাস্ত' এই দুটি উপন্যাস এই বাংলার তথা উপমহাদেশ এর স্বাধিনতা হরন কিভাবে হয়েছে তার বিবরন দেওয়া হয়েছে। শফিউদ্দিন সরদার একজন শ্রেষ্ঠ বাংলা লেখক হয়েও শুধু তার বিশ্বাস এর জন্য স্বিকৃতি পাচ্ছেন না।
২২ মে ২০১৫ রাত ১১:২০
262985
এ,এস,ওসমান লিখেছেন : ভাল লাগলো একজন শফিউদ্দিন স্যারের ভক্ত পেয়ে। আসলেই সত্য তিনি একজন ভাল মানের লেখক হয়েও শ্রেষ্ট বাংলা লেখকের স্বীকৃতি পাচ্ছেন না ।
321911
২৩ মে ২০১৫ রাত ১২:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনার এই বই প্রেম দেখে আমার মনে সৃতির উদয় হলো। আমিও কয়েকটি বই পড়েছি তবে লিখার মত প্রিয় বই এখনো পড়িনি!!! কবি নজরুলের "সন্ধ্যা" কবিতার বইটি পড়েছিলাম কিন্তু অনেক শব্দ বুঝতে পারেনি। ধন্যবাদ লেখাটির জন্য।
২৩ মে ২০১৫ রাত ০১:১১
263008
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমার লেখা পড়ার জন্য।
321954
২৩ মে ২০১৫ সকাল ০৭:১১
শেখের পোলা লিখেছেন : আপনার প্রীয় লেখক ও প্রীয় বইয়ের খবর জানলাম৷ধন্যবাদ৷
২৩ মে ২০১৫ দুপুর ০৩:০২
263131
এ,এস,ওসমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
321964
২৩ মে ২০১৫ সকাল ০৯:৫৩
নীলাঞ্জনা লিখেছেন : ঐ সূর্য আর কখনো উঠবে না। বিজ্ঞানের কাছে মধ্যযূগিয় কোরাণ হেরে গেছে।
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৪১
263141
এ,এস,ওসমান লিখেছেন : আল্লাহ তায়া'লায় ভাল জানেন, আপনার মনে কি করে কোরআন হেরে গেল।
তবে মনে রাখবেন এই বিজ্ঞানটাই সৃষ্টি হয়েছে কোরআন হতে।
321969
২৩ মে ২০১৫ সকাল ১০:৩০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি বইটা অর্ধেক পড়েছি। সময়ের অভাব এবং এক ধরণের জঘন্য অলসতার জন্য শেষ করতে পারিনি। অথচ এই আমি এক সময়ে বই হাতে পেলে নাওয়া খাওয়া ভুলে সেই বইয়ের মধ্যে হারিয়ে যেতাম। শেষ না করা পর্যন্ত আমার স্বস্তি থাকত না। মাঝে মাঝে ভাবি এই আমি কি আসলেই সেই আমি?
২৩ মে ২০১৫ দুপুর ০৩:৪৫
263145
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো আপনি বইটি পড়েছেন শুনে।আশা করি খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করবেন।

আসলে মানুষের জীবনটা হঠাৎ করেই বদলে যায়। আমিও আগে বই এর খুব পোকা ছিলাম।পরে কম্পিউটার কিনার পর হতে বই আর খুব বেশি একটা পড়া হয় না।
322734
২৬ মে ২০১৫ রাত ১০:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ধন্যবাদ পোষ্টের জন্য।
সত্যিই মন আঁকুপাকু করছে বাট এখন কিছু বই পড়ছি একসাথে ইনশাআল্লাহ সূর্যাস্ত পড়বো দ্রুত।
আমি বইটি খোজ করেছি অলরেডি বইয়ের দোকানে পাইনি ।
তবে পিডিএফ পেলেও আপাতত কাজ চলবে।
জাজাকাল্লাহ Thumbs Up Thumbs Up
২৬ মে ২০১৫ রাত ১০:৫১
263897
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া পিডিএফ এর আশা না করাই ভাল।
সফীউদ্দিন স্যারের একটা বই মাত্র পিডিএফ হিসেবে পেয়েছি।

আর সূর্যাস্ত বইটা পড়লে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন যা শুধু আপনার অন্তরটাকেই কাঁদাবে না, চোখটাকেও কাঁদাবে।
322948
২৭ মে ২০১৫ রাত ১০:৩৮
আফরা লিখেছেন : আপনারা কত কত বই পড়েছেন তাই তো কত কিছু জানেন আমি তো কিছুই জানি না ।অনেক ভাল লাগল অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৭ মে ২০১৫ রাত ১০:৪৫
264193
এ,এস,ওসমান লিখেছেন : এখন আর কোন বই পড়া হয় না আপু।
আপনাকেও ধন্যবাদ।
322954
২৭ মে ২০১৫ রাত ১১:১২
আবু জান্নাত লিখেছেন : কম্পিউটার জগতে এসে বই পড়া একে বারেই হয়ে উঠে না। সূর্যাস্ত পড়ার আগ্রহ রইল ধন্যবাদ
২৭ মে ২০১৫ রাত ১১:৪৫
264208
এ,এস,ওসমান লিখেছেন : আপনি ঠিকই বলেছেন। আমার বাসায়ও যেদিন কম্পিউটার ঢুকেছে সেদিন হতে খুব কম সময়ই বই পড়েছি।

আশা করি সূর্যাস্ত বইটি পড়বেন।
323603
৩১ মে ২০১৫ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : হিন্দুদের বৃটিশবাদীতার কারণে উপ মহাদেশ ২০০ বছরের মত পরাধীন ছিল ।
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
265048
এ,এস,ওসমান লিখেছেন : আপনার কথা পুরাপুরি সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File