এই ব্লগ আমাদের পরিবার। প্রত্যেক ব্লগার এই পরিবারের সদস্য
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৯ মার্চ, ২০১৫, ১১:৪৩:৫৪ রাত
প্রায় ২ বছর আগে যখন এই ব্লগে আমি প্রথম আসলাম তখন দেখেছিলাম ব্লগে ব্লগার আর ভিজিটরের আনাগুনার ভিড়।প্রায় ১৫০ জন ব্লগার আর গড়ে ৫০০ জন ভিজিটর সবসময় দেখা যেত। পরে সরকার এই ব্লগের উপর বিভিন্ন সময় হস্তক্ষেপ করায় ব্লগে অনেক ভিজিটর সহ অনেক ব্লগারদের আমরা এই ব্লগ হতে হারায়। সকল সমস্যা কাটিয়ে উঠে ব্লগটা আবার আগের মত চললেও আগের মত ভিজিটর আর আসছে না আমাদের এই ব্লগে। এর জন্য আমরা যে সকল ব্লগার ভাই-বোনেরা আছি তারা যদি একটু কষ্ট করি তবে ব্লগটা ঠিক আগের মত হয়ে উঠবে।
এবার আসেন আমাদের কি করতে হবে???
আমাদের বেশি কিছু করতে হবে না। আমরা যখন কোন ব্লগ লেখবো তখন শুধু নিজের লেখা ব্লগের লিংকটা নিজের ফেসবুকে পোষ্ট করবো।
এতে কি হবে???
এতে আপনার ফেসবুক ফ্রেন্ডরা আপনার লেখা পড়ার জন্য এই ব্লগে ঢুকবে আর পরিচিত হয়ে যাবে আমাদের এই ব্লগের সাথে।
আমি তো আমার লেখা ফেসবুকে শেয়ার করি, এখানে পোষ্ট দেওয়ার কথা বলা হচ্ছে কেন???
হ্যাঁ আপনার মনে এই প্রশ্নটি জাগতেই পারে,আমি তো আমার লেখা ফেসবুকে শেয়ার করি, এখানে পোষ্ট দেওয়ার কথা বলা হচ্ছে কেন? ভাই বা বোন, আপনি কি খেয়াল করেছেন আপনি ফেসবুকে কোন কিছু শেয়ার করলে যে লাইক বা কম্যান্ড পড়ে তার চেয়ে বেশী লাইক বা কম্যান্ড আপনি পোষ্ট দিলে। সুতরাং আমাদের সকলের উচিত আমাদের লেখা ব্লগটি আমরা পোষ্ট দেওয়া। আরও ভাল হয় যদি ফেসবুকে পোষ্ট করার সময় আপনার লেখা সম্পর্কে কিছু সারমর্ম তুলে ধরেন।
আর আমি আশা করি ব্লগে ভিজিটর বাড়ানোর জন্য ব্লগের এডমিনও কোন পরিকল্পনা করেছেন এবং তিনি তা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবেন।তবে একজন ব্লগার হিসেবে আমাদের ব্লগের প্রতি যে দ্বায়িত্ব তা পালন করা আমাদের
উচিত।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। এই সাইটের এডমিন জামায়াতের লোক । জামায়াতের দৃষ্টিভঙ্গি এই সাইটের মাধ্যমে প্রচার করা হয় ।
২্। এই সাইটে আইসিস ও জামায়াতী সন্ত্রাসীরা তাদের মতের বিরোধী ব্লগারদের গালি গালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দেয় ।
৩। এই সাইটে সৃজনশীল লেখকরা আগের মতো লিখতে আসেন না । উপরন্তু জামায়াতীরা শুধুমাত্র রাজনীতি নিয়ে লেখেন । মাঝে মধ্যে যৌন বিকারগ্রস্হ ধরনের কথা বার্তা লিখেন ।
৪। এই সাইটে সরকার বিরোধী লেখা ছাপা হয় । আর এগুলোই প্রমোট করা হয় ।
৫। ব্লগ সাইটটাতে জামায়াতী এডমিন ওহাবী ও মওদুদী মতবাদে বিশ্বাসীদের লেখাকে নির্বাচিত তালিকায় স্হান দেন এবং তাদের লেখাকেই শুধু স্টিকি করেন ।
(১)সাইডটির এডমিন জামায়াতের হলে সমস্যা কি আমি বুঝছি না।এমন তো নয় যে ব্লগের নীতিমালায় বলে দেওয়া হয়েছে জামায়াতের লোক ছাড়া কেউ ব্লগ লেখতে পারবে না!!! বা জামায়াতকে খারাপ বলে ব্লগ লেখা যাবে না।
(২)আপনই বলেছেন,আইসিস ও জামায়াতী সন্ত্রাসীরা তাদের মতের বিরোধী ব্লগারদের গালি গালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দেয়।
রাজনৈতিক কথা বলতে গেলে আমার বিরোধী দলের কিছু আবুল টাইপের লোক গালিগালাজ করবেই। এটা শুধু এ ব্লগেই না সব ব্লগেই এরকম হয়। তবে হত্যার হুমকি দেয় এ কথা শুনে আমি এতোটুকুই বলবো, চাপা সব জায়গার মারা ঠিক না।প্রত্যক রাজনৈতিক দলকে সম্মান দেওয়া আমাদের উচিত।
(৩) আপনি বলেছে,এই সাইটে সৃজনশীল লেখকরা আগের মতো লিখতে আসেন না ।
এটা আমার-আপনার বথ্যতা। কারণ আমরা কেউ সৃজনশীল লেখা লেখতে পারি নি বলে অন্য কেউ সৃজনশীল লেখা এই ব্লগে উপহার দেয় নি।
তবে এর জন্য আমি এডমিনকে বলবো সৃজনশীল লেখার জন্য প্রতি মাসে ২-১ টা প্রতিযোগিতার ব্যবস্থা করতে।যেমনঃ কিছু দিন আগে নারী দিবস চলে গেল। নারী দিবস নিয়ে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা যেত।এরপর সামনে ২৬ শে মার্চ। এটা নিয়ে কোন প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারে। আশা করি এডমিন এ বিষ্য নিয়ে ভাববেন।
আর আপনার ৫ নং পয়েন্টের কথাটা সত্যিই খারাপ। কারণ ওর লেখা স্টিকি হল আমার লেখা স্টিকি হল না কেন এই মন মানসিকতা বাদ দেওয়াই ভাল।যখন আপনি আপনার লেখা ভাল লেখেও দেখবেন স্টিকি হয় নি। তখন বুঝবেন আপনার লেখায় এমন কোন খুত আছে যে কারনে এটা স্টিকি হয় নি। পরবর্তিতে আর ভাল লেখার চেষ্টা করবেন যেন স্টিকি হয়।
আমি নিজেই জামাত ,আলীগ ,বিএনপি বিরোধী ,জামাত নিয়া অনেক বিরোধী মন্তব্য ও করছি বাট এখন পর্যন্ত কোন হুমকি ধামকি তো পেলুম না তাইলে কেমনে কি ?
অনেক ধন্যবাদ ভাইয়া ।
এই কাজটা নিজে করে অন্যকে উংসাহ দিই।
মন্তব্য করতে লগইন করুন