Cheer Rose ইয়া আল্লাহ্‌ ! Cheer Rose

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ মার্চ, ২০১৫, ১১:২৮:৫১ রাত



ঊষার মায়াবী আলোয়

সুমিষ্ট আযান

কোথায় ভরেছো দেহে

সুরের বাগান।

Cheer Rose

সন্তান ভূমিষ্ট হলে

মাকে দুগ্ধ দাও ঢেলে

অসংখ্য মহিমা তোমার

জেগে উঠে দেলে।

Cheer Rose

তোমার লীলা বোঝে

আছে কার শান

অনন্ত অসীম তুমি

তুমি মহীয়ান।

Cheer Rose

আশরাফুল মখলুক তোমার

সেরা সৃজন

এক দেহে হাজার বিস্ময়

তোমারি কল্যাণ।

Cheer Rose

রকমারি স্বাদের ডালি

সুঘ্রাণ রমরমা

পাপী বান্দার অনুতাপে

করে দাও ক্ষমা!

Cheer Rose

সুখ দুঃখের অনুভূতি

যায় না কভূ দেখা

কেমন করে দূর আকাশে

পাখী মেলে পাখা।

Cheer Rose

ঋতু বৈচিত্রের দৃশ্য

কোথা থেকে আসে

দখিনা মলয় হতে

কাশ ফুল ভাসে।

Cheer Rose

বাধা বন্ধনে আছে

সৃষ্টির যত সুখ

নিজের অপরাধে যেন

না হই বিমুখ।

Cheer Rose

ক্লান্ত পথিক বসে

বটের ছায়ায়

মর্মভেদী দুঃখ তার

ক্ষণিক জুড়ায়।

Cheer Rose

অনন্ত রূপে ধরা

করেছো রূপায়ণ

অবাক বিস্ময় শুধু

গগণ ও ভূবন।

Cheer Rose

হাজার রঙের ভেলা

আকাশের বুকে ভাসে

বজ্র বর্ষণ বিজলী

কোথা থেকে আসে।

Cheer Rose

মৌমাছির নিপুণ কৌশল

মধু আহরণ

লুকিয়ে আছে সেথা

অফুরান জ্ঞান।

Cheer Rose

তুমি মালিক প্রভূ তুমি

রহীম রাহমান

অপার নেয়ামতে ভরা

জমিন ও আসমান।

Cheer Rose

হাজারো বিস্ময়ে তুমি

করো অভিভূত

কৃপায় সিক্ত হয়ে

মাথা করি নত।



বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308110
০৯ মার্চ ২০১৫ রাত ১১:৫৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : হাজারো বিস্ময়ে তুমি

করো অভিভূত

কৃপায় সিক্ত হয়ে

মাথা করি নত।
Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer Cheer
১০ মার্চ ২০১৫ রাত ১২:২৪
249181
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অনেক দিন পর আমার ব্লগ বাড়ীতে আপনাকে দেখে খুশী হলাম। মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck
308115
১০ মার্চ ২০১৫ রাত ১২:২৪
সজল আহমেদ লিখেছেন : অসাধারণ !আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগা লাইন গুলো:

১.আশরাফুল মখলুক তোমার
সেরা সৃজন
এক দেহে হাজার বিস্ময়
তোমারি কল্যাণ।




২.রকমারি স্বাদের ডালি
সুঘ্রাণ রমরমা
পাপী বান্দার অনুতাপে
করে দাও ক্ষমা!




৩.সুখ দুঃখের অনুভূতি
যায় না কভূ দেখা
কেমন করে দূর আকাশে
পাখী মেলে পাখা।




৪.ঋতু বৈচিত্রের দৃশ্য
কোথা থেকে আসে
দখিনা মলয় হতে
কাশ ফুল ভাসে।
১০ মার্চ ২০১৫ রাত ১২:৩৫
249184
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অনেক দিন পর আপনার উপস্থিতি অনেক আনন্দ বয়ে আনলো। আপনার বিবৃত করা কথাগুলো ভালোলেগেছে জেনে আমারও ভীষণ খুশী লাগলো। উৎসাহদানের জন্য জাজাকাল্লাহু খাইর। বোনের জন্য দোয়া রাখবেন।

Good Luck Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308116
১০ মার্চ ২০১৫ রাত ১২:৩১
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু ।

সুবাহান আল্লাহ !! কি সুন্দর হয়েছে আপু ।
১০ মার্চ ২০১৫ রাত ১২:৪২
249186
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আফ্রাম্নি। আলহামদুলিল্লাহ্‌ তোমার ভালোলাগা আমাকেও ছুঁয়ে গেল। অনেক সুন্দর মন্তব্যের জন্য এত্তো এত্তো দোয়া রইলো।

ভালো থেকো অনেক ভালো।
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy Good Luck Good Luck Good Luck Good Luck
308121
১০ মার্চ ২০১৫ রাত ০১:২৩
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মা-শা-আল্লা। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
১০ মার্চ ২০১৫ রাত ০২:৩৭
249194
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার উপস্থিতি ও সুন্দর উৎসাহব্যঞ্জক অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনার জন্য অনেক অনেক দোয়া ও নিরন্তর শুভেচ্ছা রইলো।
308163
১০ মার্চ ২০১৫ সকাল ১১:৫৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। আপনি তো দেখছি কবিও....তা আপনার জন্যে একটা পোস্ট দিলাম,সেখানে তো আপনাকে দেখলাম না...
১০ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৫
249223
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ দ্য স্লেভ ভাইয়া। আমি কবি নই ভাইয়া তবে কবিতা আমার দারুণ পচ্ছন্দের একটি।

মাঝ রাতে পোষ্ট দিয়েছেন। ঘুমিয়ে ছিলাম। ভোরে উঠেই দেখি লাউ রান্না হচ্ছে তাও আবার স্লেভ ভাইয়ার হাতে তাই প্রথম পদার্পণ আপনার বাড়ীতেই ...।

জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308179
১০ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৬
ইবনে আহমাদ লিখেছেন : মাশাআল্লাহ - এতো দেখছি পাকা কবি। আল্লাহ আপনার যোগ্যতা আরো বাড়িয়ে দেন। আমীন।
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৪
249252
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনাদের মত জ্ঞানী গুণী ও ভালো মানুষদের সাহচর্যে থাকলে কাঁচা কবিরাও পাকা হয়ে যেতে বাধ্য হয় ভাইয়া। সুন্দর ও উৎসাহব্যঞ্জক অনুভূতি রেখে যাওয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর দোয়ায় আমীন।
Good Luck Good Luck Good Luck Good Luck
308190
১০ মার্চ ২০১৫ দুপুর ০২:১৪
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৭
249253
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার ফূর্তি দেখে তো মনে হচ্ছে মাথা ব্যথা সেরেছে ভাইয়া!! তা কীভাবে সারলো?
মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck Good Luck
১১ মার্চ ২০১৫ রাত ১১:৪২
249479
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পকেট এখন পুরা খালি!!
তাই সব কিছুই ভাল লাগে কারন টাকা নাই আর কিছু নাই কিছু করার ও নাই।
আল্লাহ ভরসা!
308198
১০ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৪
আবু জান্নাত লিখেছেন : তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার।
বাহ! দারুন হয়েছে গো খালামনি। জাযাকিল্লাহ খাইর। (সালাম রইল কিন্তু)।
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:১২
249258
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ সুপ্রিয় আংকেল। আপনাদের সবার ভালোলাগা ও দোয়া আল্লাহ্‌ পাক যেন কবুল করে নেন। ভীষণ খুশী হলাম আপনার উপস্থিতি ও মন্তব্য পড়ে। সুন্দর উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
ভালো থাকবেন খুব ভালো সবসময়। প্রাণভরা দোয়া রইলো আপনিসহ পরিবারের সকলের জন্য।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
308215
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৩
মামুন লিখেছেন : তোমার লীলা বোঝে

আছে কার শান

অনন্ত অসীম তুমি

তুমি মহীয়ান। Thumbs Up Thumbs Up Thumbs Up
১০ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪১
249262
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ মামুন ভাইয়া। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান ভাইয়া। উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File