যারা রাজাকারের সাথে রাজনীতি করে তারাও রাজাকার।তাহলে কি শেখ হাসিনাও রাজাকার!!!!
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ১৫ নভেম্বর, ২০১৪, ০৬:৩১:২৫ সন্ধ্যা
তথ্য বাবা জয় এবার ফতয়া দিল যে যে যারা "রাজাকারের সাথে রাজনীতি করে তারাও রাজাকার"!
যেহেতু আওয়ামী লীগ বলে জামায়াত '৭১ সালে পাক হানাদারদের সাহায্য করেছিল।সুতরাং তারা যুদ্ধ অপরাধী অর্থাৎ তারা রাজাকার।আর ২০০০ সালের নির্বাচনের পর হতে BNP জামায়াত এর সাথে আছে তাই তারাও রাজাকার (তথ্য বাবা জয়ের মতে)।মানলাম বি,এন,পি সহ যে সকল দল জামায়াত এর সাথে যুক্ত তারা রাজাকার।এবার তথ্য বাবা জয়ের কথা মত একটু পিছনে ঘুরে তাকায়।এরশাদের আমলে এরশাদের পতন ঘটানোর জন্য এদেশের সকল রাজনীতির দল এক হয়েছিল। তার মর্ধ্য জামায়াত সহ আওয়ামীলীগ এবং আওয়ামীলীগ এর সাথে যে সব দল যুক্ত (বর্তমানে) তারাও ছিল। তাহলে বাংলাদেশে এরশাদ পতনের সময়কাল সকল ব্যাক্তি রাজাকার। এবার আর একটু ভিতরে ঢুকি।১৯৯৬ সালে আওয়ামীলীগ জামায়াত এর সাথে জোট বেধেছিল।তাহলে তো আওয়ামীলীগ জামায়াতের চাচা তো ভাই (তথ্য বাবার সূত্রানুযায়ী) । তাহলে শেখ হাসিনাও রাজাকার আর তার সুযোগ্য পুত্র হল রাজাকারের সন্তান।
বেচারা কোন কিছু না ভেবেই নিজেকে রাজাকারের সন্তান বলে প্রমানিত করল।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিএনপিকে এটাই ঘায়েল করেছে ।
মন্তব্য করতে লগইন করুন