মা আমার মা
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৫ নভেম্বর, ২০১৪, ০৬:০৮:২০ সন্ধ্যা
মাগো তুমি আর কতদিন থাকবে বাপের বাড়ি
তোমার রফিক,মুশতাক,আনু,তোফা মিনাকে ছাড়ি।
তোমার কী মা মনে চায়না আমাদেরকে দেখতে
নাইবা দেখলে পারতেতো মা একটা চিঠিও লিখতে।
তাও তুমি করলে না কেন কী অপরাধ করেছি
এতদিনতো তোমায় আমরা অনেক অনেক ডরেছি।
এখন বুঝি মজা হবে যদি চলে যাই দূরে
তখন তো মা ফিরবে তুমি দেশটা ঘুরে ঘুরে।
ইচ্ছে করে চলে যাই থাকবনা আর তোমার মাঝে
তখন তুমি খুঁজবে জানি সকাল-সন্ধ্যা-সাঝে।
নাওয়া-খাওয়া সব তুমি দিবে তখন ছাড়ি
ছিড়ে ছিড়ে টুকরো হবে তোমার পড়ার শাড়ি।
ডাকবে তখন কোথায় গেলি সোনার মানিক আয় চলে
আর যাব না বাপের বাড়ি কভু তোদেরকে ফেলে।
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমার মনে হয় আপনার মেসেজটা ভিন্ন।
সুন্দর হয়েছে। কবিতা বুঝিনা। পড়তে ভাল লেগেছে।
মোবারকবাদ।
রফিক ফয়েজী ভাই কি কবি হবার সিদ্ধান্ত নিয়েছেন?
বেসিক কিছু লেখাপড়া প্রয়োজন-
আমি কিছু সন্ধান দিতে পারি
রফিক ফয়েজী ভাই কি কবি হবার সিদ্ধান্ত নিয়েছেন?
বেসিক কিছু লেখাপড়া প্রয়োজন-
আমি কিছু সন্ধান দিতে পারি
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8603/shahalambadsha/45866#.VKHJMfAOA
এখানেও পড়ুন
এবং এখানেও পড়ুন - এবং আরো পড়ুন
অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
মন্তব্য করতে লগইন করুন