মা আমার মা

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৫ নভেম্বর, ২০১৪, ০৬:০৮:২০ সন্ধ্যা

মাগো তুমি আর কতদিন থাকবে বাপের বাড়ি

তোমার রফিক,মুশতাক,আনু,তোফা মিনাকে ছাড়ি।

তোমার কী মা মনে চায়না আমাদেরকে দেখতে

নাইবা দেখলে পারতেতো মা একটা চিঠিও লিখতে।

তাও তুমি করলে না কেন কী অপরাধ করেছি

এতদিনতো তোমায় আমরা অনেক অনেক ডরেছি।

এখন বুঝি মজা হবে যদি চলে যাই দূরে

তখন তো মা ফিরবে তুমি দেশটা ঘুরে ঘুরে।

ইচ্ছে করে চলে যাই থাকবনা আর তোমার মাঝে

তখন তুমি খুঁজবে জানি সকাল-সন্ধ্যা-সাঝে।

নাওয়া-খাওয়া সব তুমি দিবে তখন ছাড়ি

ছিড়ে ছিড়ে টুকরো হবে তোমার পড়ার শাড়ি।

ডাকবে তখন কোথায় গেলি সোনার মানিক আয় চলে

আর যাব না বাপের বাড়ি কভু তোদেরকে ফেলে।

বিষয়: সাহিত্য

১২৮০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284513
১৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
ফেরারী মন লিখেছেন : পড়ে আবগে কাইন্দা ফেললাম ভাই। খুব সুন্দর হয়েছে। Sad Sad Sad


১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:১৯
227798
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ।
284543
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৫
আফরা লিখেছেন : মাকে একটু শান্তিতে বাপের বাড়িতে বেড়াতে দেন ।মার ও ইচ্ছা করে তার মায়ের কাছে একটু থাকতে তাই না .........।
284588
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২২
রফিক ফয়েজী লিখেছেন : বাপের বাড়ি যাবে আসবে সমস্যা নাই।কিন্তু বেশি দিন থাকতে গেলেই সমস্যা।
290544
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
ইবনে আহমাদ লিখেছেন : মা বাপের বাড়িতে যাবে। এতে আপনার সমস্যাটা কোথায়?
তবে আমার মনে হয় আপনার মেসেজটা ভিন্ন।
সুন্দর হয়েছে। কবিতা বুঝিনা। পড়তে ভাল লেগেছে।
মোবারকবাদ।
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৬
234387
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

রফিক ফয়েজী ভাই কি কবি হবার সিদ্ধান্ত নিয়েছেন?

বেসিক কিছু লেখাপড়া প্রয়োজন-
আমি কিছু সন্ধান দিতে পারি
Praying Praying Praying
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৯
234719
রফিক ফয়েজী লিখেছেন : মা বাপের বাড়ি যাবে এতে আমার কোন সমস্যা নাই।লেখাটা অনেক আগের যখন মায়ের সাথে অভিমান করার সময় তখনকার এই আর কি।ধন্যবাদ।
290723
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

রফিক ফয়েজী ভাই কি কবি হবার সিদ্ধান্ত নিয়েছেন?

বেসিক কিছু লেখাপড়া প্রয়োজন-
আমি কিছু সন্ধান দিতে পারি
Praying Praying Praying
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৫
234426
রফিক ফয়েজী লিখেছেন : অয়ালাইকুমুস সালাম অয়া রাহমাতুল্লাহি অয়া বারাকাতুহু।কবি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ব্যাপারটা এমন নয়।ভাল লাগে তাই মাঝে মাঝে একটু কবিতা লেখার চেষ্টা করি।এ সম্পর্কে আপনার কাছে কিছু জানা থাকলে তা জানালে অবশ্যই খুশি হবো এবং কৃতজ্ঞ থাকব।
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৪
241290
আবু সাইফ লিখেছেন : এখানে পড়ুন
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৭
241291
আবু সাইফ লিখেছেন : এখানে পড়ুন

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8603/shahalambadsha/45866#.VKHJMfAOA

290746
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১২
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
292317
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : মাকে নিয়ে সুন্দর লেখার! মা তো নায়ুর যাবেই, একটু দেরী হলে ছেলে মেয়েদের খারাপ লাগে। আম্মু নানুর বাড়িতে গেলে আমরাও বলতাম, এতো দিন থাকতে হয় নাকি?
অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
292501
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File