ঈদের দিনের কিছু করনীয় .....
লিখেছেন লিখেছেন এ,এস,ওসমান ০৯ আগস্ট, ২০১৩, ১২:৪১:৩৯ রাত
ঈদুল ফিতরের দিনে ১৫টি কাজ করা সুন্নাত।
সেগুলো হলঃ
১. প্রত্যুষে গাত্রোত্থান করা বা সকাল সকাল ঘুম
থেকে উঠা।
২. মিসওয়াক করা।
৩. নামাযের পূর্বে গোসল করা।
৪. সুগন্ধি ব্যবহার করা।
৫. চোখে সুরমা লাগানো।
৬. পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান
করা।
৭. ফজর নামাযের পরে যথাশীঘ্র ঈদগাহে গমন করা।
৮. সামর্থ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা।
৯. প্রতিবেশী, এতিম-মিসকীন ও গরীব-
দুঃখীকে পানাহার করানো।
১০. ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন গ্রহণ করা।
১১. ঈদের মাঠে যাবার পূর্বে সাদাকাতুল ফিতর আদায়
করা।
১২. ঈদগাহে যে পথে যাবে, নামায শেষে অন্য
পথে আসা।
১৩. যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১৪. ঈদের নামায মসজিদে আদায়
না করে ঈদগাহে বা মাঠে আদায় করা।
১৫. ঈদগাহে যাবার
পূর্বে তাকবীরে তাশরীকটি নিম্নস্বরে পড়তে পড়তে য
''আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল
হামদ্''
ঈদের জামাত না পেলে করনীয় কি ---- ------
------- ------ ------
একদা আনাস (রা) ঈদের জামাত না পাওয়ায়
নিজ পরিবারকে নিয়ে দু,রাকাত সালাত পরেন
৷ "
(বুখারী: 1/13 পেজ)
-------- ----------- ------
ইমাম বাইহাকি বলেন, "যদি কেউ ঈদের জামাত
না পায় তাহলে সে নিজের আত্নীয় স্বজন ও
পরিবারকে নিয়ে দু,রাকাত সালাত
কাযা পরবে ৷ "
(বাইহাকী: 3/305 পেজ)
সবাইকে ঈদ মোবারক
বিষয়: বিবিধ
১৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন