ঈদের স্মৃতি (সবাইকে ঈদের শুভেচ্ছা)
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ০৯ আগস্ট, ২০১৩, ১২:৫২:৩৮ রাত
নতুন ভোরের সূর্য উঠে
ঝগড়া বিবাদ বর্জন
নামজ শেষে কোলাকুলি
ভ্রাতৃত্বের বন্ধন।
ঈদ মানে খুশির জোয়ার
রঙ্গিন সুখের দোলা
বাঁধ ভাঙ্গা উল্লাসে
কাটে সারা বেলা।
সকাল বেলায় মিষ্টি খাবার
সেমাই কিংবা পায়েস
দুপুর বেলায় মোরগ পোলাও
ভুনাখিচুড়ি তে আয়েশ ।
গল্প আর আড্ডায়
দুষ্টুমিতে ভরা
মুচকি হাসি অট্ট হাসির
নামে খুশির ধারা।
বাড়ি বাড়ি ঘুরাঘুরি
নতুন জামা পড়া
পকেট ভরা টাকা নিয়ে
নাগর দোলায় চড়া।
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন