রেশমা কাব্য

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ১১ মে, ২০১৩, ১২:৩৩:১১ রাত



* রেশমার ফিরে আসা

রুদ্রশ্বাস অভিযান

অলৌকিক ঘটনায়

বিশ্ব জুড়ে আলোড়ন।

*ইতিহাসের অংশ

রেশমার নাম

ধ্বংসস্তূপে বেঁচে থাকা

এক প্রতীকী প্রাণ।

* রাখে আল্লাহ মারে কে

এক কথায় বিশ্বাস

অভূতপূর্ব দৃশ্য

ফেটে পড়া উল্লাসে।

* রেশমা নিয়ে এলো

সারা দেশে স্বস্তি

সবার মনে গড়ে উঠুক

ভ্রাতৃত্বের দোস্তি।

বিষয়: বিবিধ

১৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File