মখা আলমগীরের নাড়াচাড়া তত্ব ও রস রচনা
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ২৭ এপ্রিল, ২০১৩, ১২:৩৬:২৩ রাত
মখা আলমগীরের নাড়াচাড়া তও্ব
কাণ্ডজ্ঞানহীন হতে হবে চরম পর্যায়
রাজনীতিবিদ হবার শর্ত!
দেশে যদি থাকে
মখা আলমগীরের মত মন্ত্রী
সাধারণ মানুষগুলো বানিয়ে দিতে পারে
এক কথায় সব চরম পন্থী।
দেশের মন্ত্রীগুলো হয়ে যাচ্ছ
দিনে দিনে জোকার
ক্ষমতা বদলে বিদেশ গিয়ে
খেলবে শুধু পোকার।
মিরাক্কেলে অংশগ্রহণ করে না কেন তাঁরা?
জয় হোক মখার তত্ব নাড়াচাড়া।
বিকৃত মস্তিষ্কের মানুষ যায় না তাকে বলা
রাজনীতি মানেই এখন জনগন কে নিয়ে খেলা।
বিষয়: বিবিধ
১৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন