BAL এর হিসেবে বাংলাদেশের এক নাম্বারের পদ; দাম কি আর কম?
লিখেছেন লিখেছেন নাইস ২৭ এপ্রিল, ২০১৩, ১২:৩৮:৪৮ রাত
যেখানে সরকারের পুরোটিমটাই মিথ্যার সাগরে নৌকা চালায়া সাভার ট্রাজেডিতে এত শত মানুষগুলো মারল, মারছে; এনাম মেডিক্যালে দুই চার পাঁচশ লাশ গুম করা খুনি হাসিনার পক্ষে অসম্ভবের কিছু না। দেখেন না, কতগুলো মানুষ মরল, বিপদে পড়ল, আহত হল। অথচ বদমাইশটা একবার দেখতেও এল না। উদ্ধারের জন্য তেমন কোন চেষ্টা, আগ্রহও দেখাল না।
তার মুখে পুলিশ পুলিশ ডর।
-রানা যুবলীগের কেউ না!
-আমি সাভারের যুবলীগের লিষ্ট নিয়ে আসছি। এই যে দেখেন, এখানে রানার নাম নাই!
* প্রমাণ মেলেনি ডাহা মিথ্যা কথা এটা?
রানা যদি তোর দলের কেউ না হবে তো তুই আগ বাড়িয়ে এসবের প্রমাণ দিয়ে কি করিস? ঘটনার সাথে সাথে উদ্ধার কাজে পড়লি না? তাদেরকে না বাঁচিয়ে দূরে থেকে কুটনামী কিসের? তোর শশুর বাড়ি যাওয়ার BAL এর ট্রেন স্টার্ট দেওয়ার সময় আর পাসনি? হাজার হাজার মানুষের মূত্যুর চেয়ে নয়া বেশরমটার শপথটা কি খুব দরকারি ছিল? বাংলাদেশের এক নাম্বারের পদ; দাম কি আর কম?
বিষয়: রাজনীতি
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন