আর কত শ্রমিক হত্যা চলবে???
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ০১ মে, ২০১৩, ০৮:৫৬:২৬ সকাল
আজ প্রহেলা মে । বিশ্ব মে (শ্রমিক) দিবস । বাংলাদেশে ও এদিনটি পালন করা হচ্ছে । কিন্তু শ্রমিকদের অধিকার কতখানি পাচ্ছে । তাজরিন ফ্যাশন, রানা প্লাজার মত এমন অহরহ শ্রমিকদের হত্যা করা হচ্ছে। যেখানে এগুলা নিচক দুর্ঘটনা বলে দুষীদের দরাচোঁয়ার রাখা হয়। যদিও রানাসহ কয়েকজনকে রানা প্লাজা হত্যা কাণ্ডের জন্য ধরা হয়ছে । আদো ন্যায়বিচার হবে কি না এটাই এখন জনগনের প্রস্ন । কারন এখন পর্যন্ত এর কোন লক্ষণ পাওয়া যাচ্ছে না। সরকার শুধু মুখে বড়বড় কথা বলে । এটাই তাদের কাজ। লাশের রাজনীতি চলে এখানে । কি ধারুণ না ??
আজ এই দিনে আমি শুধু চাই বন্ধ হোউক শ্রমিক নির্যাতন আর দেওয়া হোউক তাদের প্রাপ্য অধিকার।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন