জিপিএ ৫ পাওয়ার হার দেশে জ্যামিতিক বাড়ছে, সরকারের কী করণীয়?

লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ১০ মে, ২০১৩, ০৩:৪৬:১৯ দুপুর

জিপিএ ৫ পাওয়ার যেই অবস্থা দেখছি তাতেমনে হইতাছে দেশে আর কোন গ্রেড না রাখলই হয়!

এসএসিতে

২০০১ সাল জিপিএ-৫ পায় ৭৬ জন,

২০০২ সালে জিপিএ-৫ পায় ৩২৭জন,

২০০৩ সালে এক হাজার ৩৮৯ জন,

২০০৪ সালে আট হাজার ৫৯৭ জন,

২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন,

২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন,

২০০৭ সালে ২৫ হাজার ৭৩২ জন,

২০০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন,

২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪ জন,

২০১০ সালে ৬২ হাজার ১৩৪ জন,

২০১১ সালে ৬২ হাজার ২৮৮ জন

২০১২ সালে ৮২ হাজার ২১২ জন।

২০১৩ সালে ৯১ হাজার ২৬৬ জন

দেশে জ্যামিতিক হারে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে,

২০০১ এর তুলনায় ২০১৩ তে জিপিএ ৫ এর স;খ্যা ১০৮১ গুণ

বেড়েছে।

সরকার আর কিছু না পারলেও দেশে এখন জিপিএ ৫ দিতে পারছে। জিপিএ ৫ দেখে সত্যি ভীষণ পুলকিত আমি। এখন কথা হল আসলে কি শিক্ষার মান বাড়ের না জিপিএ ৫ আর পাসের হার বাড়ের ??

আর এরা কি আদৌ ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে? ?

আমরা চাই শিক্ষার মান বাড়উক ও শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরী হউক । ।

বিষয়: বিবিধ

১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File