পিতার হাতে মেয়ে খুন ও পরে পিতার আত্বহত্যা
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৭:৩৫ রাত
একটি মর্মান্তিক ঘটনা :
আজ সিলেট দরগার একটি হোটেলে একটি ২বছরের মেয়েকে ব্লেট দিয়েয মাথা কেটে ২টুকরা করে ফেলে তার পিতা । তখন মেয়ের মা বাথরুম এ ছিল । মা বের হয়ে দেখে মেয়ের মাখায় রক্তের দাগ তখন তিনি মাথায় হাত দিতেই মাথা ২টুকরা হয়ে যায় । মেয়ের মা চিত্কার দিলে পিতা তাকেও হত্যার চেষ্টা করে তখন দৌড় দিয়ে বের হয়ে ম্যানেজার কে জানায় । তারপর ম্যানেজার গিয়ে দেখে মেয়ের পিতা জানালা দিয়ে পালানোর চেষ্টা করছে । ম্যানেজার দরজা আটকে দিয়ে পুলিশকে খবর দেয় । পরে দরজা খুলে দেখা যায় মেয়ের পিতাও আত্বহত্যা করেছে । আরো জানা যায় তারা ঢাকা থেকে এসেছিল । মেয়ের মা বলেছে তার স্বামীর মেন্টালী কিছু প্রবলেম ছিল বছর তিনেক আগ থেকে।
সংগ্রহে #মান্নান
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন