সবুরে মেওয়া ফলে

লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ১৪ জুন, ২০১৩, ০৯:০৭:৩০ সকাল

কখনো আল্লাহ আমাদের দুর্বল করে দেন, অধিক

শক্তিশালী হবার জন্য।

কখনো আল্লাহ আমাদের হৃদয় চূর্ণ করে দেন, আমাদের

পরিপূর্ণ করার জন্য।

কখনো আল্লাহ আমাদের দুঃখ সইতে দেন, অধিক সহনশীল হবার জন্য।

... কখনো আল্লাহ আমাদের ব্যর্থতা দেন, জীবন

সংগ্রামে জয়ী হবার জন্য।

কখনো আল্লাহ আমাদের একাকীত্ব দেন, অধিক

সচেতন হবার জন্য।

কখনো আল্লাহ আমাদের সর্বস্ব ছিনিয়ে নেন, আল্লাহর

রহমতের মূল্য বুঝার জন্য!

"এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব

কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতিও ফল-ফসল

বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও

সবরকারীদের।" -- [সূরা আল বাক্বারাহ -১৫৫]

তাই আমাদের সব সময় ধৈর্য্যধারণ করা উচিত ।

বিষয়: বিবিধ

১৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File