প্রায় ১৫ লক্ষ টাকা "চুদুর-বুদুর" করে দিলেন সাংসদরা

লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ১৪ জুন, ২০১৩, ০৮:৩৯:২৪ সকাল

স্পীকার শিরিন শারমিনের সামনে জনগনের প্রায় ১৫ লক্ষ টাকা "চুদুর-বুদুর" করে দিলেন সাংসদরা

“তত্ত্বাবধায়ক নিয়ে চুদুরবুদুর চইলত না!” - এরকম একটা মন্তব্য করছেন বিরোধীদলীয় এক নারী সাংসদ আর তাতে সেই নেত্রীকে মারতে উদ্যতো হয় সরকার দলীয় পুরুষ নেতা, নারী নেতা নেতারা। এসব মারামারি আর পালটা মারামারিতে সময় চলে যায় প্রায় ৩০ মিনিট।

বাংলাদেশের সংসদ পরিচালনায় প্রতি মিনিটে খরচ হয় প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়। যেই টাকার মালিক সম্পুর্ন ভাবে এদেশের জনগন। সংসদে দাড়াইয়া সাংসদদের এসব নাচন- কোদনের ৩০ মিনিটে তাই জনগনের খরচ দিতে হইছে ৩০*৪৫০০০ = ১৩,৫০,০০০ টাকা।

ঘটনা এখানেই শেষ না।

সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ বলেছেন, চুদুরবুদুর অশ্লীল কথা, অশোভন। কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। বিরোধীদল বলছে বাংলাদেশের সর্বত্রই চুদুরবুদুর চালু শব্দ, তাই রি পবিত্র শব্দটি বাদ দেয়া যাবে না। স্পিকার জানিয়েছেন, চুদুরবুদুর-এর পরীক্ষা হবে, পরীক্ষা করতে ভাষা বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে। অশ্লীল হলে থাকবে, না হলে বাদ।

মানে "চুদুরবুদুর" এর পিছে জনগনের আরো টাকা দিতে হবে।

হয়তো সামনের ইলেকশনে "চুদুরবুদুর" শব্দ নিয়া আলেদা কোনো নির্বাচনি ওয়াদাও থাকতে পারে "১০ টাকায় চাল খাওয়ানো"র মতো।

বিষয়: বিবিধ

২৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File