রক্ত আর ঠোটে দেওয়া লিপিস্টিকের রঙ, ও প্রধানমন্ত্রী কথন।

লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ২২ জুন, ২০১৩, ১২:২৮:২৭ রাত

রক্তের রঙ লাল, ঠোটে দেওয়া লিপিস্টিকের রঙও লাল হয়। তবে প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে কোনটা আপনার ঠোটে দেওয়া লিপিস্টিকের লাল আর কোনটা রক্তের লাল।

প্রধানমন্ত্রী আপনি যদি না বুঝে বলে থাকেন "৫ মে মধ্যরাতে হেফাজত কর্মীরা গায়ে লাল রঙ মেখে রাস্তায় শুয়ে মৃত্যুর অভিনয় করেছে” তবে তার জন্য জাতির নিকট আপনার দুঃখ প্রকাশ করা উচিৎ।

আর যদি জেনে শুনে বুঝেই এই মিথ্যা কথাটা বলে থাকেন তবে আমি আপনাকে অনুরোধ করবো মিথ্যাটাকে যতোটা সম্ভব বাস্তবযোগ্য করে বলেন, মানুষ আপনাকে নিয়ে কম হাসাহাসি করবে।

উদাহরন হিসাবে এভাবে বলতে পারেন "৫ মে পুলিশ হেফাজত কর্মীদের উপর গুলি না চালিয়ে রাইফেলের মধ্যে রঙ ভরে মেরেছিলো, ফলে রঙের গন্ধে হেফাজত কর্মীরা সাময়িকভাবে অচেতন হয়ে পরে। আর এই সুযোগে আমরা তাদের ট্রাকে ভরে দূরে ফেলে আসি"

বিষয়: বিবিধ

২৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File