বয়স তো মাত্র ২৩, এখন না পটালে কখন?

লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ২১ মে, ২০১৩, ০৩:৫৯:৫২ দুপুর

"বয়স তো মাত্র ২৩, এখন না পটালে কখন?" - তামিম ইকবালরে দিয়া এই ফেয়ার এন্ড লাভলী'র বিজ্ঞাপনটা যে বানাইছে তার গাল বরাবর একটা জুতার বারি মারতে পারলে শান্তি পাইতাম।

গর্ধবের বাচ্চা, ২৩ বছর বয়সে একজন মানুষ তার জীবনে সব চাইতে শক্ত- সামর্থ্য, তারুন্যদীপ্ত সময়টা পার করে, এই বয়সে কাজ করে সাফল্য অর্জন করতে হয়, নিজের যোগ্যতা- মেধা প্রকাশ করার এইটাই উপযুক্ত বয়স, এই বয়স সুন্দর- নাদুস- নুদুস চেহারা দিয়া কাউরে পটানোর বয়স না। এই বয়স সবাইরে নিজের কর্মদক্ষতার মাধ্যমে মুগ্ধ করার বয়স।

ফেয়ার এন্ড লাভলী মাইখা চেহারা ঘেটুপুত্রের মতো করার ফলে যদি কেউ পটে তবে ঐটা গন্ডমূর্খ। মনে রাখবি, বাংলাদেশের মানুষ কালা হওয়ার পরেও যোগ্যতা আর সৃজনশীলতার জন্য "হাসান মাসুদ, মোশাররফ করিম" -রে সম্মান করে, আর ফর্সা চামড়ার "সাকিব খান"রে হিজরা বলে গালি দিতেও দ্বিধা করেনা।

বিষয়: বিবিধ

১৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File