হাহাকার রাজনীতি মানেনা
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২১ মে, ২০১৩, ০৩:২৯:৫৬ দুপুর
সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থে যেখানে চলে রাজনীতিবিদদের জীবন ধারণ ও নিরাপত্তা সেখানে নিরাপত্তা নেই শুধু ঐ ঘুর্ণিপীড়িত অনাহারীর জন্য। হয়ত ক্যামরা ট্রায়াল ও ফটো ক্লিক নেয়ার জন্য রাজনীতিবিদরা একটা ব্যানার নিয়ে যাবেন কিন্তু তাতে কি ওদের হাহাকার বন্ধ হবে?
বরগুনার বঙ্গোপসাগর তীরের তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া, লালুপাড়া, চামোপাড়া, নমিসেপাড়া; নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতীপাড়া, কবিরাজপাড়া ও মেনিপাড়া ঘুরে গতকাল আশ্রয়হীন মানুষগুলোর মানবেতর জীবনযাপনের এ দৃশ্য দেখা যায়। এঁদের কেউ মাছ ধরে, কেউ কৃষিশ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এনজিও থেকে ঋণ নিয়ে, কেউ ধারদেনা করে মাথার ওপর একটা ছাউনি দিয়েছিলেন। ঘূর্ণিঝড় সেই ছাউনিটুকু উড়িয়ে নিয়ে গেছে। এখন তাঁদের ছাউনি বলতে মাথার ওপর শুধুই খোলা আকাশ।
ঘূর্ণিঝড়ের আঘাতে সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের প্রায় ৭০০ বসতঘর সম্পূর্ণ ও সাত হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসুন ওদের সাথে রাজনীতি না করি। ওদের প্রাপ্যটা ওদের বুঝিয়ে দেই।
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন