মাদকসেবী,নষ্টা ও জন্মদাতা-জন্মদাত্রীর খুনী ঐশীর জন্য মানবাধিকার কান্নার অন্তরালে--------------

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪০:২১ রাত

কিছু কিছু মিডিয়া ঐশীকে শিশু বলে মায়া কান্না শুরু করে পুলিশী রিমান্ডের বিরোধীতা করেছে। অন্যদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ঐশীর জন্য মায়া কান্না শুরু করে দিয়েছেন। একদিন দুই তিন টাকা দামের একটা রসনা বিলাস পত্রিকায় দেখলাম জনৈক সাংবাদিক লিখেছেন কারো দোষ সুস্পষ্ট ভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী বলা অন্যায়।

উপরোক্ত কথা গুলো যে কেউ পড়লে নিশ্চয় মনে করবেন এদেশের সাংবাদিক,বুদ্ধিজীবি,কলামিষ্টরা মনে হয় অতি মানবতাবাদী! না পাঠক ভুল করবেন না। আপনার ধারণা সঠিক নয়। এদেশের বুদ্ধিজীবিরা শুধু কতগুলো নষ্ট মেয়ের জন্যই কান্না কাটি করে কোন ভাল মানুষের জীবন বাঁচানোর জন্য এদের কোন শেয় নাই।

নিরাপরাধ কতগুলো মানুষকে বিনা বিচারে শুধু মাত্র রাজনৈতিক কারণে কারাগারে বন্দি করে চরম নির্যাতন চালাচ্ছে বলে খবরে প্রকাশ পায়, রিমান্ডে থেকে পাজাকোলা করে বেহুশ অবস্থায় আদালতে হাজির করা হয় তখন এই সব মানবাধিকার বা বুদ্ধিজীবিদের কোন মন্তব্য/বক্তব্য শোনা যায়না।

এরা মানবাধিকার মানুষের জন্য নয়। এদের মানবাধিকার হচ্ছে নিকৃষ্ট মানুষদের বা পশুদের জন্য।

সুতরাং মানবাধিকারের ফেরীওয়ালা বুদ্ধিজীবিদের কথায় বিভ্রান্ত হবেন না।

ধন্যবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File