শাহবাগে মেধাবীদের দমন
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৩ জুলাই, ২০১৩, ০১:০২:৫৫ রাত
যুদ্ধাপরাধ বিচারে ফাঁসী ফাঁসী শ্লোগানে রাতদিন টানা আন্দোলন চলছিল শাহবাগ। এক পর্যায়ে শাহবাগে নাস্তিকদের পদধ্বনি ও ফ্যাসীবাদের উম্মেষ ঘটলে দেশব্যাপী ধর্মপ্রাণ মানুষ ফুঁসে ওঠে। চরম নির্যাতন চালিয়েও সরকার সে আন্দোলন থামাতে পারেনি। শাহবাগে যখন তথাকথিত গণজাগরণ চলছিল তখন এমন কোন শক্তি ছিল কি তাদের বাধা দিবে। কেন বাধা দিবে?
স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে বলেছিলেন "মনে যেতে চায় শাহবাগে"
সরকারের মন্ত্রী এমপি, সচিব, খেলোয়াড়, বিশ্ববিদ্যালয়ে ভিসি, সকল গণমাধ্যম সবাইকে বাধ্যকরে কয়েশ মানুষকে লক্ষ লক্ষ বানাতেও দ্বিধা করেনি মিডিয়া।
সময়ের বিবর্তনে আজ হারিয়ে গেছে শাহবাগের নাস্তিকদের আস্ফালন।
কোটা পদ্ধতি বাতিলের দাবীতে আজ শাহবাগে চলছে মেধা মূল্যায়ন মঞ্চ। কিন্তু তাদের দাঁড়াতেই দিচ্ছেনা সরকার।
কেন? সরকারের ভয় কোথায়?
এদেশের মেধাবী সন্তানদের জাতি সম্মান করতে পারেনি। পারেনি আওয়ামী সরকার তাদের মেধার মূল্য দিতে। কিন্তু যে শাহবাগে নাস্তিক ও তথাকথিত গাঁজাখোররা রাত দিন নাচা নাচি করছিল তখন কেউ ওদের টুঁ শব্দও করেনি। আর মেধাবী ছাত্ররা আন্দোলন করার একদিনের মধ্যেই পুলিশ ও ছাত্রলীগের কি ভয়াবহ এ্যাকশান। প্রথম আলোর মত একটি পত্রিকাও বাজে রিপোর্ট করলো।
এদেশের তরুণ মেধাবীদের সাথে সরকার ও মিডিয়া যেন সমানতালে প্রতারণা করছে।
বক্তব্যে সমর্থনে কয়েকটি ছবি পাঠকদের জন্য তুলে ধরলাম।
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন