শামীম-আইভির কথোপকথন
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ১৭ আগস্ট, ২০১৪, ০৬:৩৪:০৫ সন্ধ্যা
নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ও সাংবাদিক গোলাম মর্তুজা ৭১ টিভির টকশোতে অংশ নিলে দর্শকরা ওই অনুষ্ঠান দেখেছেন। তবে অনএয়ারে যে টুকু অংশ প্রচারিত হয়েছে তা-ই কেবল দর্শক দেখেছেন। কিন্তু অনুষ্ঠানের বিরতি চলাকালীন সময়ে এক পর্যায়ে শামীম ওসমান ও আইভি দু’জনেই উত্তেজিত হয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন যার ফুটেজ ইউটিউবে ছড়িয়ে পড়েছে।
বিতর্কের সময় ৭১ টিভির সিইও সামিয়া জামান, বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা ও সিনিয়র রিপোর্টার ফারজানা রূপা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। তাদের কথোপকথন দেয়া হল:
আইভি : আয় তুই চল নারায়নগঞ্জ
শামীম : এক বাাপের মেয়ে হলে নারায়নগঞ্জ যা
আইভি : তুই মনে করিস যে তুই শামীম ওসমান বলে তুই সারা বাংলাদেশের কিছু হয়ে গেছিস।
শামীম : ওই লুচ্চা মেয়ে করাপটেড ওমেন।
আইভি : আমি করাপটেড ওমেন, আমি করাপটেড ওমেন হলে চল দুদককে ডাক।
শামীম : এই যে তোর দলিলতো এখানে আছে।
আইভি : কেন দুদকের কাছে যাসনা।
শামীম : খবরদার তুই তুমারি বন্ধ কর বলছি। এজন্য আমি বলছিলাম এই রকম ভদ্র মহিলা যেন না আসে। এদের ব্যাকগ্রাউন্ড এই রকমই। আইভি বলেন, ইয়েস আমার ব্যাকগ্রাউন্ড এই রকমই। এরা কাপড় (ছাপার অযোগ্য) কথা বলে।
আইভি : না ওনার এ্যাটিচুয়িড ঠিক আছে, আমি খারাপ, আমার ব্যাকগ্রাউন্ড এরকমই তাহলে কেন আপনারা ডেকেছেন, হোয়াই? আপনি ডেকেছেন আমি তখন রাজি হয়েছি। তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে কথা বলল।
৭১ টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এ সময় বলেন, আপনি ওনাকে আক্রমণ করেছেন। আইভি বলেন, নো নো কোথায় আক্রমণ করেছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি গডফাডার কাকে বলেছেন? সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, তাকে একটা খারাপ কথা বলেছেন। আইভি বলেন, নো নো।
এসময় ফের বিতর্ক শুরু হয়ে যায়।
শামীম : ক্যামেরায় সব রেকর্ড আছে।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমরা আলোচনার জন্য রাজি হয়েছি, দ্রুত আলোচনায় যাবো।
শামীম : ওর সাথে আলোচনার রুচি নাই আমার। আইভি : উনি ধমকাবে আর আমি আলোচনা করব। সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের অন-এয়ারের সময় হয়ে গেছে।
শামীম : আর একটা খারাপ কথা বললে কিন্তু এখানে সমস্যা হবে।
আইভি : না আমি আর বসব না, যা করব নারায়ণগঞ্জে গিয়ে করব।
শামীম : যদি এক বাপের মেয়ে হয়ে থাকস, নারায়ণগঞ্জে যা।
আইভি : সংসদ সদস্য হোন বা শেখ হাসিনার প্রিয়ভাজন হোন আপনি এভাবে ধমক দিয়ে কথা বলতে পারেন না।
শামীম : আঙ্গুল নারায়ে কথা বলবি না, মেয়ে মানুষ দেখে আমি এখনো সহ্য করছি কিন্তু।
আইভি : আরে মেয়ে মানুষ, কবরীরে মারতে গেছিস। কোন মেয়ে মানুষের ইজ্জত করেন নাকি আপনি, আপনার ইজ্জত আছে নাকি।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আপা বসেন আমরা আলোচনাটা শুরু করি শামীম ভাই আমরা আলোচনাটা শুরু করি।
শামীম : কার সাথে বসাচ্ছেন আপনি?
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।
শামীম : এভাবে আঙ্গুল দেখায়ে কথা বলছে। আমার আলোচনার করার রুচি নাই। এই জন্য আমি প্রথমে এসে বলছিলাম, আমি যদি জানতাম তাহলে আসতাম না। কেন আমি তার সাথে কথা বলবো হোয়াই?
এসময় অনুষ্ঠানের উপস্থাপক বলেন, আপা আমরা অন-এয়ারে যাচ্ছি ভাই আমরা অন-এয়ারে যাচ্ছি।
শামীম : নারায়ণগঞ্জ যাবে নারায়ণগঞ্জ
আইভি : ফাজিল জানি কোথাকার। না উনি যে সমস্ত কথাগুলো বলছে সে অনুযায়ী টাইমতো দিতে হবে। শামীম : না সমানতো হয়না একদিকে দুজন আর একদিকে একজন।
সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, না সময়টা হচ্ছে কি কেউ প্রশ্নটা উত্তর দিতে পারল কি না সে বিষয়টা দেখা।
আইভি : আমি তাকে গডফাদার কেন বলব। ওনাকেতো মানুষ বিশ বছর যাবৎ গডফাদার বলে।
শামীম : খালেদা জিয়া বলে, জামায়াতে ইসলাম বলে, আইভি : এটা মিডিয়া বলে। আপনি কবরীকে মারতে গেছেন।
শামীম : আরে সবাই জানে কবরী কি জিনিস।
আইভি : আপনি আনোয়ার সাহেবকে মারতে গেছেন। শামীম : আনোয়ার সাহেবতো এখন আমাদের সাথেই আছে।
আইভি : উনি আজকেও এস্টেটমেন্ট দিয়েছেন।
শামীম : আওয়ামী লীগ এখন সব এক সাথে, আপনি একা।
বিষয়: রাজনীতি
১৪৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব গালাগালি অনেক দেখেছি , লাইভ মারামারি দেখতে চাই যেটা WWE এর চেয়ে বেশী হিট হবে ।
মন্তব্য করতে লগইন করুন