আল্লাহ তুমি মহান
লিখেছেন লিখেছেন সুপ্ত আত্তাঁ ৩১ জুলাই, ২০১৩, ১০:৫৬:০১ রাত
আজ প্রায় ১২বছর পর আমার একটা ফ্রেন্ড এর সাথে দেখা হল :
ক্লাস ওয়ান থেকে ওর সাথে আমার বন্দুত্ব । আমার বাড়ি স্কুল থেকে অনেক দূরে আর ওর বাড়ি স্কুলের কাছেই । তাই ওর বাসায় প্রায় প্রতিদিন দুপুরের খাওয়া হত যখন ক্লাস থ্রী তে ছিলাম । ওর বাবার ফার্মেসী ছিল । ও ছিল ক্লাসের ফার্স্ট বয় । থ্রীর শেষ দিকে ওর জীবনে এল একটি কাল অধ্যায় । ওর বাবা অকাল মৃত্যুবরণ করলেন । ওরা ছিল ২ভাই ৪বোন সে ২য় ছিল তার বড় তার ভাই । কিছুদিন পর ওর মা চলে গেলেন অন্য একজনের সাথে । এরপর তারা ভাই-বোন সবাই চলে গেল মামার বাড়ি । আর দেখা হয়নি আমাদের জানা হয়নি ওরা কেমন আছে ? কি করছে ? ওই ছোট ছোট বোন গুলার কি অবস্থা ?
আজ হঠাত্ একটা নাম্বার থেকে কল আসল । রিসিভ করতেই একজন সালাম দিয়ে জানতে চাইল মান্নান ভাইকে কি একটু দেয়া যাবে ? আমিই সেই । তার সে বলল. . . . . . .
ও আমার নাম্বারটা সংগ্রহ করেছে একটা ফ্রেন্ড এর কাছ থেকে ।
চোখে আনন্দ অস্রু বয়ে গেল ।
আমি অসুস্ত থাকা সত্ত্বেও তার সাথে দেখা করলাম । আর . . . . . .
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন