মে দিবস
লিখেছেন লিখেছেন নাগরিক ০১ মে, ২০১৩, ০৯:২৮:৫৪ সকাল
মে দিবসের ইতিহাস মোটামোটি আমাদের সবারই জানা।শ্রমিকদের উপর দিনে ষোল থেকে বিশ ঘন্টা কাজ করানো,আর সে অনুযায়ি বেতন না দেয়ার বদলে যে আন্দোলন হয়েছিল এবং তাতে পুলিশের গুলিতে একজন শ্রমিক নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনাকে স্মরন করতে আমরা পালন করি মে দিবস।এখন প্রশ্ন হল মে দিবসসহ অন্যান্য দিবসগুলো আমরা কেন পালন করি?এই দিবসগুলো কি শুধু ঐতিহসিক ঘটনাগুলোকে স্মরন করার জন্যই পালন করি আমরা?নাকি তার থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা আমাদের আগামি দিনের এগিয়ে যাওয়ার পথটাকে আর একটু মসৃণ করার জন্য পালন করি?
এখন আমরা অনেক উন্নত।অতীত নিয়ে পরে থাকার সময় নেই আমাদের।অনেক ব্যস্ততা এখন আমাদের উপর ভর করেছে।কবে কোথায় কি হয়েছিল তা আমাদের মনে রাখার সময় নেই।তবুও জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমরা অনেক দিবসই পালন করছি।এখান থেকে আমাদের বুঝা উচিত,একটা দিবস পালনের মূল উদ্দেশ্য তার ইতিহাসকে মনে করা না বরং, তার ইতিহাস থেকে কিছু শিক্ষা নেয়া।
বিশ্বের ইতিহাসএ এবারই প্রথম মে দিবস পালিত হচ্ছে না। এর আগে-ও অনেকবার পালন করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে,ইনশাআল্লাহ।কিন্তু এতগুলো মে দিবস পালন করে আমরা কি পেলাম?সাভার ট্র্যাজেডি নাকি তাজরীন ফ্যাশন?আজ মে দিবসে অনেক বড় বড় শিল্পপতিরা মে দিবস বিষয়ক অনেক অনুষ্ঠানে যোগ দিবেন,অনেক বড় বড় লেকচার দিবেন।কিন্তু,আমাদের শিল্পপতিরা যদি একটু কষ্ট করে নিজের শিল্প কারখানার দিকে একটু নজর দেন তাহলে,এদেশের শ্রমিকদের আর সিরিয়াল কিলিং-এর শিকার হতে হ্য় না।শিল্পকারখানার অধিপতিদের বলছি,আপনার প্রতিষ্ঠানের দিকে আনুগ্রহ করে একটু নেক দৃষ্টি দেন।শ্রমিকদের কথা চিন্তা করার দরকার নেই।কারন,তাদের কথা নিয়ে অনেকেই আপনাদেরকে চিন্তা করতে বলেছে।কেউ যদি প্রকৃতপক্ষে চিন্তা করার মানসিকতার থাকেন ,তিনি অবশ্যই এরমধ্যে চিন্তা করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে ফেলেছেন।বাকিদের বলছি,প্রতি মাসে দু'টো করে যে বিএমডাব্লিউ,ফেরারি আপনাকে কিনতে হবে তার টাকা যোগারের জন্য হলেও কিছু লোককে বাচিয়ে রাখেন।আপনার আগুনে পোড়া,ধ্বসে পড়া কারখানা পুনরুদ্ধারের টাকা,ঘটনার পর লোক দেখানো যে ক্ষতিপূরনটা দিবেন তা দিয়ে আগে থেকেই কিছু নিরাপত্তার ব্যবস্থা করে দেন।তাহলে,আপনার ঘরে এসি চলবে।নাহলে,কিন্তু বিলাসিতার সুযোগ আপনারা আজীবনের মত হারাবেন।তাই,এই মে দিবসে শ্রমিকদের কথা চিন্তা না করলেন,নিজেদের আরাম আয়েশের কথা চিন্তা করে হলেও শ্রমিকদের জন্য কিছুটা সিকিউরিটি আপনার কারখানায় বাড়িয়ে দিন।এই মে দিবসে আপনাদের মত বড় বড়মানুষের কাছে আমার এটুকুই চাওয়া।
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন