তারাবীর নামাজ পড়ছি নাকি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ করছি?

লিখেছেন লিখেছেন নাগরিক ২২ জুলাই, ২০১৪, ০৭:৫০:৫১ সকাল

ইদানিং মানুষের তারাবীর নামাজ পড়া দেখলে মনে হয় যেন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ দিতে আসেন তারা।যার যখন ইচ্ছা তখন নামাজে attend করেন।কেউ শুরু থেকেই,কেউ একটু পর,কেউ সূরা ফাতিহা পড়ার পর,কেউ হয়তো রূকুতে যাওয়ার ঠিক আগ দিয়ে। কাতার নিয়েও একই সমস্যা।কেউ একটু আগে - কেউ একটু পিছে। অথচ নবী (সাHappy এমনভাবে সাহাবীদের কাতার ঠিক করতেন দেখে মনে হত যেন উনি ধনুকে তীর ঠিক করছেন।আবার ৮-১২ রাকাতে কেউ নামাজ শেষ করে চলে গেলে বা অন্য কোন কারণে কাতারের মাঝে ফাক থাকলে হয়তো কখনও সেটা ঠিক করা হয়,কখনও বা ঐ অবস্থায়ই নামাজ শুরু করে দেয়া হয়।কিন্তু রাসুল (সাHappy বলেছেন উনি কাতারের মাঝের ফাক দিয়ে শয়তানকে ছাগলের বাচ্চার ন্যায় প্রবেশ করতে দেখেছেন। কিরে ভাই,তারাবীর নামাজটা ফরজ না ঠিক আছে,কিন্তু নামাজ তো।একটু গুরুত্ব দেয়ার চেষ্টা করেন...

যতটুকু পারেন ৮-১২-২০ ততটুকুই খুশু-খুজুর সাথে সুন্দর করে পড়েন। নামাজটা তো আর অবহেলা করার জিনিষ না, তাই না?

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247040
২২ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বিনোদন !
২২ জুলাই ২০১৪ রাত ১১:১৪
192057
নাগরিক লিখেছেন : ব্যাপক
247219
২২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারাবি কেন সব নামাজেই তো এই অবস্থা!!!
২৩ জুলাই ২০১৪ রাত ০৮:২১
192254
নাগরিক লিখেছেন : মোটামোটি। কিন্তু তারাবীটা একটু বেশিই করূন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File