হারায় না
লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ২২ জুলাই, ২০১৪, ০৮:৫১:৪৯ সকাল
হারায় না
কিশোর কারুণিক
ভালবাসা কখনো হারায় না
কখনো চুপ করে থাকে
কখনো আবডালে থাকে
কখনো মনের গহীনে গুমঁরে কাঁদে।
কখনো একনজর দেখার জন্য
ছটফটানি করে ,রাগ হয় অভিমান করে;
ভালবাসা ক্ষণিকের চিরকালের-
চিরবিস্ময়ের আবেগের,
ভালবাসা ভরা নদীর মতো
যা কখনো ফুরায় না ।
বিষয়: সাহিত্য
৮৪১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন