ভাই থামেন,আর গাজা গাজা বলে চেচায়েন না

লিখেছেন লিখেছেন নাগরিক ২৫ জুলাই, ২০১৪, ০৪:০৩:৫০ বিকাল

ইদানিং হঠাৎ দেখতেসি গাজা নিয়ে ফেসবুকে চেচামেচি হচ্ছে। #supportGaza টাইপের পোস্ট থেকে শুরু করে চল ফিলিস্থিনে যেয়ে যুদ্ধ করি পর্যন্ত। কিন্তু কাজের কাজ হচ্ছে ঘোড়ার ডিম। ভাই #supportGaza লিখে পোস্ট দিলে আর প্রোফাইল পিক পরিবর্তন করলেই কি সত্যিকার অর্থে গাজাকে সাপোর্ট দেয়া হয়। এই সময় আমাদের জন্য যেটা উচিত সেটা হল

১. সচেতনতা তৈরি করা: এটা সফলভাবে সম্পন্ন হচ্ছে।

২. সমস্ত মুসলিমের এক হওয়া: আমরা এতটাই একতাবদ্ধ যে সারাদিন তারাবীর নামাজ ৮ নাকি ২০ রাকাত,আমীন জোড়ে বলব না আস্তে বলব,হাত নাভীর উপরে বাঁধব না নিচে এইসব নিয়েই পড়ে থাকি। আর শুধু তাই না। এর জন্য অনেক সময় আমার বিরুদ্ধ মতবাদ অবলম্বনকারীকে কাফির পর্যন্ত বলি। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু আমরা এখানে পুরোপুরি ব্যর্থ।

৩. আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য দুআ করা: নামাজ পড়ার পর কতজন দুআ করেন আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য আল্লাহই ভাল জানেন। "Plz, Allah save GAZA" লিখে পোস্ট দেয়া আর নামাজ পড়ে বা অন্য কোন আমল করে একাকি আল্লাহর কাছে দু'আ করা এক না। দ্বিতীয়টা অনেক বেশি কার্যকর। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু আমরা যথেষ্ট সফল না। জুমুআয় মসজিদে দুআ হয়, অনেকে নামাজে দুআ করেন,কিন্তু সবাই না।

৪. মোটিভেশন অক্ষুন্ন রাখা: এই পদক্ষেপটাও সফলতার সাথে পালিত হচ্ছে। অন লাইনে আমাদের যতটা এক্টিভ থাকা দরকার তার চেয়েও অনেক বেশি আছি।

৫. ফিলিস্তিন দূতাবাসে সাহায্য প্রদান: ফিলিস্তিন দূতাবাস আর্থিক সাহায্য গ্রহণ করছে।আমাদের কতজন তাতে অংশ নিচ্ছি?

৬. ইসরায়েলি পণ্য বর্জন করা: অনেকে করেছেন। তবে এখনও বেশির ভাগ-ই করেন নি। ঈহুদীদের থামাতে হলে ওদের স্বার্থে আঘাত করুন। এটা সবচেয়ে গুরুত্বপুর্ণ পদক্ষেপ। অথচ আমরা চুপ মেরে আছি।

ভাই থামেন,আর গাজা গাজা বলে চেচায়েন না।কারণ, খালি চেঁচালেই গাযা মুক্তি পাবে না। যদি আপনার বর্ষণ গর্জনের সমানুপাতিক হয় তাইলেই চেঁচান। নাহলে এটা প্রমাণ করার দরকার নাই যে, আমাদের যত গর্জে তত বর্ষে না। ঈহুদিরা এটা এমনিতেই জানে। কোকোকোলা-পেপসি খেতে খেতে "সেভ গাজা" লিখে পোস্ট দিলে গাজা উদ্ধার হয়ে যাবে না।

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248063
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:১২
শুকনা মরিচ লিখেছেন : পিলাচ
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৮
192654
নাগরিক লিখেছেন : ধন্যবাদ
248069
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৬
হতভাগা লিখেছেন :
২৫ জুলাই ২০১৪ রাত ১১:২৯
192700
নাগরিক লিখেছেন : আপনার হাতে সব সময়ই সময়োপযোগী ছবির অসাধারণ কালেকশন থাকে। ধন্যবাদ।
248073
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:০০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Rose আপনার সাথে একমত পোষণ করছি।
২৬ জুলাই ২০১৪ রাত ১০:৫১
192984
নাগরিক লিখেছেন : ধন্যবাদ
248091
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪২
সন্ধাতারা লিখেছেন : excellent feelings and thoght. jajakallah khair.
২৬ জুলাই ২০১৪ রাত ১০:৫২
192985
নাগরিক লিখেছেন : Thanx for your comment.
248170
২৫ জুলাই ২০১৪ রাত ১০:২১
বৃত্তের বাইরে লিখেছেন : জাতি হিসেবে আমরা বরাবরই আবেগপ্রবণ।
248348
২৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৭
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনিতো কলিজায় হাত দিয়েছেন। এটি্ই বাস্তবতা।
কুদনে রোদনে জাগিয়েছি নগর
প্রতিবাদের মিছিলে আমি নাই,
সামান্য দানে হাজারো গজর্ন
বক্ততা, মিলাদে শুধু ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File