"নিবেদন"

লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ৩১ আগস্ট, ২০১৪, ১২:৫৭:০৮ রাত

- হয়ত তোমার চেয়ে আমি অনেক ছোট; তবে তুমি যদি সূর্য হয়ে আলো দাও যুগ যুগ ধরে সে আলোর প্রতিফলন ঘটাতে পারব বলে আমার বিশ্বাস

"নিবেদন"

.........................................................................

রাতের আকাশে শত কোটি তারা আমি ধ্রুবতারা হব

তিমির আধারে পথহারা জনে পথ যে আমি দেখাব

তুমি হয়ো সখী পাশে থেকে মোর আলোর উৎস নভে

আলো দিও আর দিও প্রেম তুমি বাঁচিয়ে রাখতে ভবে

হলাম না হয় চাঁদ আমি তাই তোমার আলো লয়ে

উদার মনেতে বিলাইও আলো তুমি সূর্য হয়ে

চাঁদকে সবাই বাসে ভাল আর চায় তাঁকে কাছে পেতে

চাঁদের নিজের নেই আলো তবু কিবা যায় আসে তাতে

আমার যা কিছু সবই যে তোমার বলতে নেই যে দ্বিধা

তুমি ছাড়া আমি নই কিছু জেনো বলছি এ কথা সিধা

যদিও তুমি জানোনা আজ আমিই সেই সে কবি

যার মন তুমি করেছ দখল তবু না করেছ দাবি

বলব বলব করেও আজো হয়নি বলা সে কথা

হয়তবা বলা হবেনা কো কভু শুধু রয়ে যাবে ব্যথা

ভীতু নই আমি জেনে দেখ তুমি শুধুই তোমার তরে

হারতে চাইনি তাই চেপে গেছি হৃদয়ের আকুতিরে

প্রভুর কাছে এই নিবেদন হে খোদা পরওয়ার

তাওফিক্ব দাও তাকে তুমি এই হৃদয়ের ভাষা বুঝিবার।

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259863
৩১ আগস্ট ২০১৪ রাত ০৩:১৩
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর কবিতা! শুভকামনা রইলো! Good Luck
259871
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:১১
সন্ধাতারা লিখেছেন : Heart touching! Jajakallah
259892
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৮
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : সববাইকে ধন্যবাদ
259893
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : তোর সব লিখাই ভাল লাগে। বিশেষ কিছু বলার নেই। শুভ কামনা রইল।
259901
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৩
কাহাফ লিখেছেন : ভালো লাগলো ...... অনেক ধন্যবাদ ........
260334
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : অসাধারণ! ধন্যবাদ লেখককে.....
260613
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৩
ভিশু লিখেছেন : চমৎকার নিবেদন!
Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File