এতোটুকুই গল্প---এতোটুকুই স্বপ্ন--

লিখেছেন লিখেছেন মারুফ হাসান ৩১ আগস্ট, ২০১৪, ১২:৫৯:২৬ রাত

শেষপর্যন্ত মেয়েটি বলল ,"আপনি যদি আমাকে এখানে রেখে চলে যান তবে আমি আরও বিপদে পরতে পারি । আমাকে বিপদের হাত থেকে বাঁচানো আপনার ঈমানী দায়িত্ব "।

ছেলেটি মোম জ্বালিয়ে সারারাত কোরআন তেলাওয়াত করছে আর মেয়েটিকে পাহাড়া দিচ্ছে । কিন্তু মাঝে মাঝে মোমবাতীর আগুনে আংগুল ঢুকায় আর বের করে । সকালে মেয়েটি তার পাহাডায় খুশি হয়ে বলল," আপনি মাঝে মাঝে মোমবাতীর আগুনে আংগুল দিচ্ছিলেন কেন "?

ছেলেটি বলল ,"এই নির্জন স্হানে যখনি আমি আপনার প্রতি দুর্বল হই তখনি জাহান্নামের আগুনের কথা মনে করে দুনিয়ার আগুন দিয় মনটাকে আপনার থেকে ফিরায়ে নিচ্ছিলাম" ।

--জাতি আজ এমন ছেলেই খুঁজছে।আল্লাহ্‌ এমন ছেলেগুলো দিয়ে তুমি বাংলার ঘর পূর্ণ কর।যারা,ইভ টিজিং তো দূরের কথা,উল্টা মেয়েদের পাহারা দেবে।তাহলেই স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে-বোনদের জন্য আর দুশ্চিন্তা থাকবে না।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259854
৩১ আগস্ট ২০১৪ রাত ০২:০৩
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইর ।
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
203698
মারুফ হাসান লিখেছেন : আমার ব্লগে স্বাগতম।আল্লাহ্‌ আপনাকেও উপযুক্ত প্রতিদান দিন।
259876
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:২৮
কাহাফ লিখেছেন : এমন ছেলে পেতে হলে আগে এমন মেয়ে থাকতে হবে।
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:০৫
203700
মারুফ হাসান লিখেছেন : এমন ছেলে,মেয়ে উভয়েই প্রয়োজন
259915
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৯:১১
হতভাগা লিখেছেন : ছেলেটির কি ঘরের বাইরে বারান্দায় ক্বুরআন তেলাওয়াতের সুযোগ ছিল না ?

নাকি নিজেকে মহান দেখাবার জন্য মেয়েটির খাটের পাশেই তাকে এটা করতে হয়েছে ?

আর মেয়েটি যে সারা রাত ঘুমায়নি তা তো তার কথাতেই বোঝা গেছে ।

আফসোস ! এ রকম সত ছেলের অপেক্ষা যেন ফুরাতেই চাচ্ছে না ! যেই ছেলেকেই ভাল বলা হোক না কেন দেখা যাবে কোন না কোন নষ্টামী তার মধ্যে আছেই ।

সারা দেশে এত এত ভাল ও সত মেয়ে আছে , এই ব্লগেও যেটার ঘনত্ব আরও বেশী । সেই অনুপাতে কোন সত ছেলেই নেই।
259930
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:২৭
মারুফ হাসান লিখেছেন : আমার ব্লগে স্বাগতম।
আসলে ভাই,আমরা সরল জিনিসকে জটিল করে ফেলি।
১,পরিস্থিতি হয়তো তাদের এক ঘরে থাকতে বাধ্য করেছিল।
২,আর আপনি এখানে মেয়েটিকে ঘুমন্ত চাচ্ছেন কেন,বুঝলাম না। এমন বিপদে কি মানুষের ঘুম আসে??
৩,ভাই,আপনার অনুমান হয়তো কিছুটা সত্য।জানি,সৎ ছেলের বড্ড অভাব।তাই বলে,এই সমাজটা,দেশটা সৎ ছেলে দ্বারা পূর্ণ হোক ,এটা কি আশা করা পাপ।
আর এই আশা পূর্ণ হলে ইভ-টিজিং,ধর্ষণ প্রভৃতি অপকর্ম বন্ধ হবে।আপনি চাইলে বিভিন্ন দেশের পরিসংখ্যান যাচাই করে দেখতে পারেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File