পুরান কথা---
লিখেছেন লিখেছেন মারুফ হাসান ৩০ আগস্ট, ২০১৪, ০৯:৩৭:৪৫ সকাল
--আপু,উঠ।দাদি ঘুমাইছে
--ও,যা বইওমটা নিয়া আয়-আমি পুকুর পাড়ে আছি
চট করে আশপাশটা দেখে নিয়ে,একদৌড়ে বইওম নিয়ে পুকুর পাড়ে। ভর দুপুরে বাড়ির সবার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে ,দাদির আচারের বইওম সাবার করছি আমরা দুই ভাইবোন। আচার শেষের দিকে ,এমন সময় দাদির জেগে উঠার শব্দ পাই--ভো দৌড়ে দুই জনেই খাটের উপরে--ওমনি গভীর ঘুমের অভিনয়-- দাদি আচারের বইওমের অবস্থা দেখে বাড়ি মাথায় তুলল।মোটামুটি সবাই জেগে উঠলো--কিন্তু,আমাদের ঘুম কি আর ভাঙ্গে,আমরা তো গভীর ঘুমে আচ্ছন্ন-- বেচারা দাদি রাতে,তাঁর আচার চুরি হওয়ার ঘটনা শুনালো--আমরা দুই ভাইবোন চরম অভিনয় করলাম। দাদি কাকে কাকে সন্দেহ করে,তা আমাদের বলল---আমরা বিভিন্ন যুক্তি দিয়ে তাদের আচার চোর প্রমাণ করলাম--দাদি তাঁর দুই সদস্যের তদন্ত কমিটিতে আমাদের দুই ভাইবোনকে রাখল--আমরা প্রাথমিক রিপোর্টে কাজের বেটি,কুলসুমকে দায়ী করে দাদির কাছে রিপোর্ট পেশ করলাম--তাকে আচার চোর বানার জন্য যথা সম্ভব সত্য-মিথ্যা যুক্তি পেশ করলাম-- দাদি তাতে সায় দিল-- হাতে নাতে ধরার জন্য,পরের দিন আমাদের দায়িত্ব দেওয়া হল--পরের দিনও একই ঘটনা--একই ঘুমের অভিনয়--আবার তদন্ত কমিটিতে আমরা দুজন-- এভাবেই তদন্ত কমিটির দ্বারা একে একে সব বইওম সারা---আর বেচারা কুলসুম---তবে,বেচারা কুলসুমের অভিশাপ বিফলে যায় নাই-- পরে আমার পেট খারাপ করছিল--
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন