হরতাল সারা দেশে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩১ আগস্ট, ২০১৪, ১২:৪২:০৮ রাত



রবিবার হরতাল সারা দেশে

হুজুররা শোকে উঠবে ভেসে।

-

সন্ত্রাসীরা থাকবে না কাল পুলিশ বেশে

পুলিশগুলো থাকবে কাল মানুষ বেশে ।

-

"দোকানপাঠ খুলবে না

গাড়ির চাকা ঘুরবে না "

ভাংচুর আর বোমাবাজি

করতে তোরা ভুলবে না ।

-

হুজুররা কাল নামবে সবাই রাজপথে

আম্লীগেরা থাকবে না কেউ মাঝপথে।

-

তিলকে তাল করবে তারা

তেলবাজিতে মত্ত যারা ।

-

এবার আরেক নাটক হবে

তবে নাম হবে না "জজ মিয়া"

রাজাকারেরা বুঝবে এবার

নাম হবে তার "খুন কিয়া"।

-

চোখ বুজে বিম্পিরা বলবে এবার

আমরা কিছু দেখি নাই

চোখ রাঙ্গিয়ে আম্লীগেরা

সুখের ঘুমে তুলবে হাই।

বিষয়: বিবিধ

৭৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259916
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৯
হতভাগা লিখেছেন : যাক ! অনেক দিন পর একটা হরতাল পেল বাংলাদেশ । সব কিছু একঘেয়ে হয়ে আসছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File