শৃংখলিত মন যার, মুক্তি বা জিম্মিতে কি বা আসে যায় তার?
লিখেছেন লিখেছেন অয়েজ কুরুনী আল বিরুনী ১৩ আগস্ট, ২০১৪, ০৭:১৩:১৮ সন্ধ্যা
শৃংখলিত মন যার, মুক্তি বা জিম্মিতে কি বা আসে যায় তার?
...............................................................................................................
আমার মনকে ওরা বেঁধে ফেলেছে স্বৈরাচারী রশি দিয়ে, তাই আজ খোলা মুখ দিয়েও মনের কথা বলতে পারিনা, চোখে দিয়ে অশ্রু ফেলে বেদনাকে হালকা করতে ও পারিনা, কারণ ওরা আমার মনকে বেঁধে রেখেছে।
ওরা আমাকে হাসতে বারণ করেনি, কিন্তু তবুও আমি হাসতে পারছিনা,
পারছিনা বুক ভরে নিশ্বাস নিতে,
মন আমাকে ক্ষমা কর, ক্ষমা কর , আমি অসহায়।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন