নকল থেকে মুক্ত কিন্তু ডিজিটাল নকল থেকে কয়জন মুক্ত থাকতে পারবে ?Thinking

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ আগস্ট, ২০১৪, ০৭:০০:২৫ সন্ধ্যা



প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছিলেন। বিশেষ করে নুরুল ইসলাম নাহিদ জোর গলায় বলেছিলেন এই তত্ত্ব ভুল বিভ্রান্ত মূলক কিন্তু আজ পরীক্ষার রেজাল্টের পর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় কৌশলে শিকার করেই নিলেন নাহিদ।

শিক্ষা বোর্ডের অধীনে পড়া লিখা করলে পরীক্ষা দিতেই হবে আর সেই পরীক্ষা নকল মুক্ত হওয়ার মাধ্যমে পরীক্ষার সফলতা বুঝা যায় । কিন্তু সময় সময় নানান পদ্ধতিতে এই নকল পরীক্ষার পিছু ছাড়তে নারাজ। পরীক্ষার্থীদের ৮০ ভাগ নকল মুক্ত পরীক্ষা চায় তবে ডিজিটাল নকল থেকে কয়জন মুক্ত থাকতে পারবে ?

যখন নকল প্রকাশ্যে হাতে আসে তখন কি করবে পরীক্ষার্থীরা ?পরীক্ষার আগের দিন টেবিলে রাখা কম্পিউটারে টিপ দিলেই প্রশ্নপত্র পাচ্ছে তখন সে কি করে ডিজিটাল নকল থেকে দুরে থাকতে পারবে ?কয়জন পরীক্ষার্থী পারবে নিজেকে সামাল দিতে ?

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ ১০০ ভাগ নকল মুক্ত ছিল তার আগে নকল ছিল তবে সেটা অনেকটা সীমিত। কিন্তু ২০০৯ থেকে ডিজিটাল নকল মানে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়াটা চলতেছে বছর বছর তীব্র গতিতে চলতেছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও পরীক্ষার ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন নুরুল ইসলাম নাহিদ।তার বক্তব্য কি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে শিকার করা হলো না ?

এখন থেকেই সাবধান হতে হবে ডিজিটাল নকলের ক্ষেত্রে। প্রশ্নপত্র ফাঁস করার পেছনে যাদের হাত রয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে না পারলে আগামীতে দেশের শিক্ষার মান কোন পর্যায়ে যাবে তা বলা বাহুল্য।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253972
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৩
197864
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
253973
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২০
শেখের পোলা লিখেছেন : এটি লীগারদের সাফল্য যে তারা সারাদেশকে শিক্ষিত করে দিয়েছে৷ তা সে যে ভাবেই হোক৷ এর পর তারা ছাগল গরু গাধাকেও পাশ করিয়ে ছাড়বে৷
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
197865
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গাদাকে শিক্ষিতি করেছে আমাদের খবিশ বিড়ি গুন্ডা একটা গাদা
253975
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নাহিদ এর মত কুশিক্ষা মন্ত্রী যত দিন শিক্ষা মন্ত্রনালয়ে আছে ততদিন প্রশ্নপত্র ফাঁস হবেই! কারণ ওখানে মোটা অংকের অর্থ..... ব্যপার স্যাপার আছে.....
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৪
197866
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন আপনার সাথে একমত
253984
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
সবুজেরসিড়ি লিখেছেন : আওয়ামীলিগের সোনার ছেলেরা যত দিন আছে ততো দিন প্রশ্ন পত্র ফাস হবেই . . .এটা রোধ করা অসম্ভব ।
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৫
197867
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক জনাব এটাই আসল কথা
253992
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
আফরা লিখেছেন : বাংলাদেশে যে দূর্নীতি একবার শুরু হয় সেটা আর বন্ধ হয় না বা করা হয় না ।
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:৪৬
197868
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু এরকম চলতে থাকলে কি হল হবে ??
254010
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
আহ জীবন লিখেছেন : সরকার কোন বিষয়ে এতটা আন্তরিক নয় যতটা নিজের গদি টিকিয়ে রাখার ব্যাপারে আন্তরিক।
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
198026
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক বারে খাটি কথা ভাইজান Applause Applause
254141
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৬
কাহাফ লিখেছেন : ছাত্রলীগ যত দিন প্রকৃত ছাত্র না হবে,তত দিন নকল/প্রশ্নপত্র ফাস বন্দ্ব হবে না।
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
198028
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছাত্রলীগ জীবনে ছাত্র হতে পারবে না
254147
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৭
বুড়া মিয়া লিখেছেন : ভাগ্য ভালো এখনও ৭২ হয় নাই!
১৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
198029
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৭২ না হলেও ২০১৪ হয়েগেছে
254333
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৩
সজল আহমেদ লিখেছেন : ৮০ভাগ নকল মুক্ত রাখতে চায় তবে ডিজিটাল নকল থেকে মুক্ত পাবে কজন ?
সহমত।
১৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
198117
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
১০
256413
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২০
অজানা পথিক লিখেছেন : Loser Loser
২০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
200045
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ধন্যবাদ
১১
257675
২৪ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৬
বেআক্কেল লিখেছেন : মিয়া আলহামদু লিল্লাহ পড়েন। ১৯৭৩ সালের মত ছাত্রলীগের নেতারা পরীক্ষা হলে এখনও পিস্তল লইয়া আসে নাই। নকল বন্ধ করিলে উনারা পিস্তল লইয়া আসিবেন। তখন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করিবার জন্য বই দেখিয়া লিকিতে থাকিবেন, তখন কি করিবেন।

তা ছাড়া ওনারা তো পুরো দিন মদ-মাগি লইয়া পুরা রাত্রি কাটায় দিনে টেন্ডার বাজি, চান্দা বাজি, গুম বাজি, খুন বাজি ও ধর্ষন বাজি কইরা নেতার আদেশ বাস্তবায়ন করেন। পড়ার সময় পায় না। তাদের জন্য যদি সিমীত আকারে নকলের ব্যবস্থা না করা হয়, তার সকলেই ফেল মারিবে। দলের বেবাক যদি ফেল মারে, দেশের কি হইব, দলের কি হইব, চাপাবাজ নেতাদের কি হইব।

দয়া করি শত্রুরেও কুনদিন খারাপ পরামর্শ দিয়েন না।
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
201465
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই আপনার পরামর্শ আক্কেলের মত আপনার নাম দিছে কেডা বেআক্কল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File